'ভদকা সরিয়ে রেখে ঘুমিয়ে পরুন', রামগোপাল বর্মাকে খোঁচা অনুরাগ কাশ্যপের
মুম্বই, ১৯ মে : টুইটার হচ্ছে এমন একটি মঞ্চে যে একাধিকবার আপনি সেলেবদের ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, খোঁচা পাল্টা খোঁচা সব দেখতে পাবেন। কিছুদিন আগেই চেতন ভগত এবং টুইঙ্কল খান্নার টুইটার যুদ্ধ ধরা পড়েছিল। এবার পালা দুই নামি পরিচালকের।
একেবারে অদৃশ্য তলোয়ার নিয়ে ময়দানে নেমে পড়লেন পরিচালক অনুরাগ কাশ্যপ ও রাম গোপাল বর্মা। নিজের ছবি বম্বে ভেলভেট নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন যাতে তিনি বলেন এই ছবিটি তিনি করতে চেয়েছিলেন।

এরপরই ময়দানে নামেন রামগোপাল বর্মা (আরজিভি)। টুইট করে বলেন,
A director standing by his film rejected by the audience is like him telling a girl "I love myself and I don't care if you don't love me"
— Ram Gopal Varma (@RGVzoomin) May 17, 2015
পাল্টা খোঁচা দিতে ছাড়েননি অনুরাগও।
@RGVzoomin sir i love you too much.. now put that Vodka aside and sleep.. lots of kisses
— Anurag Kashyap (@anuragkashyap72) May 17, 2015
এদিকে আরজিভিও ছাড়ার পাত্র নন।
@anuragkashyap72 well sir for ur info I stopped drinking ...I am not into kissing men but love you too
— Ram Gopal Varma (@RGVzoomin) May 18, 2015
@RGVzoomin then lets have filter coffee together soon to celebrate the AAG..
— Anurag Kashyap (@anuragkashyap72) May 18, 2015
বম্বে ভেলভেল ছবিটি গত শুক্রবারই মুক্তি পায় ছবিটি। এই ছবিটি নিয়ে মানুষের মধ্য়ে উন্মাদনা থাকলেও বক্স অফিসে তার সাড়া পড়েনি। এপরই ফেসবুকে নিজের আবেগ উজার করে অনুরাগ বলেন, "এটা আমার ব্যক্তিগত পছন্দের। এই ছবিটা আমি করতে চেয়েছিলাম করেছি। ছবিটি নিয়ে আমি একেবারেই দুখী নই বা কিছু লুকোনোরও চেষ্টা করছি না।
যে 'সত্য' ছবি আরজিভিকে জনপ্রিয়তা দিয়েছে তার চিত্রনাট্য অনুরাগ কাশ্যপেরই লেখা। এছাড়াও 'কৌন' এবং 'শূল' ছবির সংলাপও তিনিই লিখেছিলেন। কিন্তু বম্বে ভেলভেটের পরে এই প্রাক্তন দুই সহকর্মী টুইটারে যেন চুলোচুলি শুরু করে দিলেন। বলাই বাহুল্য এক্ষেত্রে অবশ্য আরজিভি কয়েকধাপ এগিয়ে।
@anuragkashyap72 Sir u very well know that I luv u more than u luv me and I suggest that we both have coffee with Karan
— Ram Gopal Varma (@RGVzoomin) May 18, 2015
@anuragkashyap72 Sir u very well know that I luv u more than u luv me and I suggest that we both have coffee with Karan
— Ram Gopal Varma (@RGVzoomin) May 18, 2015
@anuragkashyap72 And in the course of having Coffee with Karan maybe we can learn from him how not to make Aag's and make Kuch Kuch's
— Ram Gopal Varma (@RGVzoomin) May 18, 2015