For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌কিশোর বয়সে মণ্ডল কমিশনের সুপারিশের বিরুদ্ধে প্রতিবাদ, ক্ষমাপ্রার্থী অনুরাগ

‌কিশোর বয়সে মণ্ডল কমিশনের সুপারিশের বিরুদ্ধে প্রতিবাদ, ক্ষমাপ্রার্থী অনুরাগ

Google Oneindia Bengali News

কিশোর বয়সে তিনি মণ্ডল কমিশনের সুপারিশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। তার জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। কিন্তু এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে তিনি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে, কারণ অনুরাগ জানেন তিনি কিসের জন্য লড়াই করছেন।

‌কিশোর বয়সে মণ্ডল কমিশনের সুপারিশের বিরুদ্ধে প্রতিবাদ, ক্ষমাপ্রার্থী অনুরাগ


মণ্ডল কমিশন সুপারিশের বাস্তবায়নের বিরুদ্ধে ১৯৯০ সালে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিলেন অনুরাগ কাশ্যপ। তখন তিনি কিশোর। টুইটারে পরিচালক তা ফাঁস করার সঙ্গে সঙ্গে তাঁকে একজন '‌বর্ণবাদী’‌ বলে নিন্দা করেন। অনুরাগ টুইটে ওই নেটিজেনকে জবাবে বলেন, '‌আমার সম্পর্কে এমন অভিযোগের জবাবে আমার টুইট, যেখানে আমি মণ্ডল কমিশনের বিক্ষোভে অংশ নেওয়ার কথা বলেছি, তাতে অনেক লোক ক্ষুব্ধ হয়েছেন। আমি তখন কিশোর ছিলাম, যার জন্য নিঃশর্তে ক্ষমা চেয়েছি এবং আমি সম্পূর্ণভাবে এসসি / এসটি / ওবিসি অধিকার এবং সংরক্ষণের পক্ষে অবশ্যই দাঁড়াব।’‌ পরিচালক টুইটে সিএএর বিপক্ষে দাঁড়িয়েছেন, সে প্রসঙ্গে বলেন, '‌একটু বিস্তারিতভাবে বলি, একসময় আমি অনেক কিছুই ছিলাম, কিন্তু বর্তমানে আমি কিছুই নয়। দীর্ঘকাল আমি সেই ব্যক্তিতে পরিণত হতে পারিনি, কিন্তু আজকে আমি জানি আমি লড়াই করছি কেন এবং আমি তাতে মনোনিবেশ করতে চাই। আমি সবসময় রাজনৈতিকগতভাবে সঠিক তা বলছি না এবং দাবিও করছি না যে সবকিছুই বুঝি। কিন্তু এই লড়াইটা জানি কিসের জন্য লড়ছি।’‌

এক নেটিজেন পরিচালককে প্রশ্ন করেছিলেন যে তিনি কি কখনও কোনও প্রতিবাদে অংশ নিয়েছেন?‌ সেই প্রশ্নের জবাবেই অনুরাগ মণ্ডল কমিশনে যোগ দেওয়ার কথা প্রকাশ করেন। তিনি টুইটে বলেন, '‌হ্যাঁ, আগস্ট ক্রান্তি ও আন্না হাজারের পাশে দুর্নীতি–বিরোধী প্রতিবাদে যোগ দিয়েছিলাম। ২৪ বছর আগে মণ্ডল কমিশনের বিরুদ্ধেও রাস্তায় নেমেছিলাম।’‌

English summary
Anurag Kashyap drew criticism after he revealed he had taken to streets in the '90s against the implementation of Mandal Commission recommendations
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X