For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাতীয় সড়কে দুর্ঘটনার মুখে অঙ্কুশের গাড়ি, পুলিশ প্রমাণ চাইল অভিনেতার কাছে

Google Oneindia Bengali News

দুর্ঘটনার প্রমাণ দিলে তবেই পুলিশ অভিযোগ নেবে। এমনটাই অভিনেতা অঙ্কুশকে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ সাঁকরাইল থানা এলাকার জাতীয় সড়কে দুর্ঘটনায় পড়েন টলিউড অভিনেতা অঙ্কুশ। তিনি জানিয়েছেন যে একটি লরির সঙ্গে তাঁর এসইউভি গাড়ির ধাক্কা লাগে। গাড়ির চালকও মদ্যপ ছিল। ঘটনাস্থলে জাতীয় সড়কের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা এলেও, উলুবেড়িয়া থানা দুর্ঘটনার প্রমাণ চেয়েছে অভিনেতার কাছে। এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়ে খুব অবাক অঙ্কুশ।

জাতীয় সড়কে দুর্ঘটনার মুখে অঙ্কুশের গাড়ি


অঙ্কুশ তাঁর দুমড়ানো–মোচড়ানো সাদা এসইউভির ছবি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন। অভিনেতা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুরের সিপাইবাজারে 'দেবী স্পোর্টস অ্যাসোসিয়েশন’এর সরস্বতী পুজোর উদ্বোধনে গিয়েছিলেন অভিনেতা। অনুষ্ঠান শেষে নৈশভোজ সেরে কলকাতা ফেরার পথে ধুলাগড়ের টোল প্লাজার কাছে দুর্ঘটনায় পড়েন অভিনেতা। তিনি বলেন, '‌আমার গাড়িটা একটা লরির পিছনে ছিল। আমার ড্রাইভার হর্ন দেওয়ায় লরি ড্রাইভার একটি লেন ছেড়ে দেওয়ায়, আমার গাড়ি লরিটিকে ওভারটেক করতে শুরু করে। সেই সময় হঠাৎই লরিটি আবার পুরনো লেনে ফিরে আসে। লরির ধাক্কায় আমার গাড়িটা পুরোপুরি ঘুরে যায়। এসইউভি ছিল বলে গাড়িটা উল্টে যায়নি। তাই প্রাণে বেঁচে গিয়েছি।’‌ দুর্ঘটনার পর তিনি কোনওভাবে কলকাতায় ফিরে আসেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের ওই অংশটি বাগনান, বাউরিয়া, পাঁচলা, সাঁকরাইল ও উলুবেড়িয়া এই পাঁচটি থানা পড়ে। যদিও বুধবার অঙ্কুশের টিম দুর্ঘটনার বিষয়ে অভিযোগ জানাতে গেলে কোনও থানাই দায় নেয়নি। উলুবেড়ি্যা থানার পক্ষ থেকে বলা হয় যে মঙ্গলবার রাতে ওই এলাকায় কোনও দুর্ঘটনাই হয়নি। প্রসঙ্গত, অভিনেতা অঙ্কুশকেই যদি এ ধরনের হয়রানির শিকার হতে হয় তবে সাধারণ মানুষ তো আরও বিপদে পড়বেন।

দুর্ঘটনার পাঁচ মিনিটের মধ্যে পুলিশের নজরদারি দল আসে ঠিকই, কিন্তু তারা কতটা অভিনেতাকে এ বিষয়ে সহায়তা করবে তা নিয়ে উঠছে প্রশ্ন। অঙ্কুশ জানিয়েছেন, দুর্ঘটনার পর পরিস্থিতি সামলাবো না পুলিশকে প্রমাণ দিতে সেলফি তুলবেন তা তিনি বুঝতে পারছেন না।

English summary
Ankush car faced accident near dhulagarh toll plaza, police claim proof from actor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X