For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌পরিচালক অনীক দত্তের বিতর্কিত পোস্ট ঘিরে ধুন্ধুমার সোশ্যাল মিডিয়ায়

Google Oneindia Bengali News

রাজ্যে বিধানসভা ভোট নিয়ে সরগরম পরিস্থিতি। তার ওপর টলিউড তারকাদের রাজনীতিতে নতুনভাবে প্রবেশ অথবা দল বদলের খেলা যেন দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে বাংলায়। এরই মধ্যে তৃণমূল ভোটের প্রচার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে দেখতে চাওয়ার আশা নিয়ে ট্যাগলাইন করেছে '‌বাংলা নিজের মেয়েকে চায়।’‌ এই ট্যাগলাইনকে কেন্দ্র করেই বিতর্কিত পোস্ট শেয়ার করেন পরিচালক অনীক দত্ত।

পরিচালক অনীক দত্তের বিতর্কিত পোস্ট

অনীক দত্ত বরাবরই যে বাম ঘেঁষা তা টলিউডের প্রত্যেকে জানেন। তিনি '‌লাল সেলাম কমরেড’‌ নামের ফেসবুক পেজে প্রদীপ দস্তিদারের একটি পোস্ট শেয়ার করেন। পোস্টটিতে লেখা, '‌বাংলা নিজের মেয়েকে চায় তবে ৬৫ বছরের মহিলাকে নয় চায় ২৪ বছরের ঐশীকে এবং ৩০ বছরের মীনাক্ষীকে।’‌ এই পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করেন পরিচালক। পরিচালকের এই পোস্ট ঘিরে নেটিজেনদের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁর বাম মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনরা।

কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপি বিতর্কিত মন্তব্য করায় গেরুয়া শিবিরকে সোশ্যাল মিডিয়ার রোষের মুখে পড়তে হয়েছিল। এমনকী বিজেপির দুই মহিলা নেত্রীও এ ধরনের মন্তব্যের কড়া সমালোচনা করেছিলেন। সম্প্রতি টলিউডের শ্রাবন্তী, পায়েল সরকার, যশ দাশগুপ্ত, হিরণ, রুদ্রনীলের মতো অভিনেতারা গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। অন্যদিকে সায়নী ঘোষ, রাজ চক্রবর্তী সহ আরও অনেক টলিউড তারকারা তৃণমূলের হাত ধরেছেন। এ বছর আট দফায় রাজ্যে বিধানসভা ভোট হবে, যার প্রথম দফার ভোট ২৭ মার্চ।

English summary
Director Anik Dutta in the face of social media outrage over the controversial post
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X