কেবিসি-র হটসিটে এই প্রতিযোগীর সঙ্গে কথা থামাতে পারছিলেন না বিগ বি
ফের টিভিতে নতুন মরশুম শুরু হয়েছে কেবিসি বা কৌন বনেগা ক্রোড়পতির। সঞ্চালকের হটসিটে ফের অমিতাভ বচ্চন রয়েছেন। এবং বরাবরের মতো এবারের কেবিসি-ও জমে গিয়েছে। বিগ বি-র স্বরে 'দেবীও অউর সজ্জনো' শুনলে একদশক আগের ফ্ল্যাশব্যাক মনে পড়তে বাধ্য।

এবারের মরশুমে হটসিটে রাম কুমার নামে ঝাড়খণ্ডের এক প্রতিযোগী এসেছিলেন যার সঙ্গে কথা বলে শেষ করতে পারছিলেন না বিগ বি। রাজ একেরপর এক গল্প বিগ বিকে খেলার ফাঁকে বলে গিয়েছেন। আর বিগ বি-ও শুনেছেন, তার পাল্টা কোনও জবাব দিয়েছেন।
যা দেখে অনেকের মনে হচ্ছিল কেবিসি চলছে নাকি কোনও চ্যাট শো চলছে। রাজ কুমার বিগ বি-কে জানান, এই নিয়ে দ্বিতীয়বার তিনি ক্যামেরার সামনে এসেছেন। প্রথমবারটা ছিল বিয়ের সময়ে। তারপরে এই কেবিসিতে এসে। যা শুনে হেসে ওঠেন বিগ বি-ও।
হটসিটে বসে দারুণ খেলে শেষপর্যন্ত সাড়ে ১২ লক্ষ টাকা জেতেন ঝাড়খণ্ডের রাজ কুমার। তবে তার খেলার চেয়েও বিগ বি-র সঙ্গে কথোপকথনেই শো হিট হয়ে গিয়েছে।