For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উদ্বোধনে অমিতাভ ছাড়াও এই বছর কলকাতা ফিল্ম ফেস্ট-এ আর কোন বড় চমক রয়েছে

কালীপুজো , ভাইফোঁটার পরও উৎসবের আমেজে ভাঁটা পড়তে দিতে চায় না কল্লোলিনী তিলোত্তমা। আর এই উৎসবের আমেজ ধরে রাখতে চলেছে ২৪ তম আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভাল।

  • |
Google Oneindia Bengali News

কালীপুজো , ভাইফোঁটার পরও উৎসবের আমেজে ভাঁটা পড়তে দিতে চায় না কল্লোলিনী তিলোত্তমা। আর এই উৎসবের আমেজ ধরে রাখতে চলেছে ২৪ তম আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভাল। আর মাত্র দুই দিনের অপেক্ষা, ১০ নভেম্বর উদ্বোধন হতে চলেছে কলকাতা ফিল্ম ফেস্টিভালের। যার উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন, থাকছেন শাহরুখ খানও।

উদ্বোধনে অমিতাভ ছাড়াও এই বছর কলকাতা ফিল্ম ফেস্ট-এ আর কোন বড় চমক রয়েছে

এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ১৭১ টি ফিচার ফিল্ম , ১৫০ টি শর্ট ফিল্ম, ৭০ টি দেশ থেকে আসছে তথ্য চিত্র । ভারতীয় ছবির এন্ট্রি হিসাবে থাকছে 'অন্ধাধুন','সান গোজ অ্যারাউন্ড দ্য আর্থ'-এর মতো ছবি। উল্লেখ্য, এবছর চলচ্চিত্র উৎসবে অস্ট্রেলিয়ার ছবির ওপর বিশেষ আলোকপাত করা হচ্ছে। সম্মান জানানো হবে পরিচালক ফিলিপ নয়েসকে। এছাড়াও বাংলা ছবির ১০০ বছর পূর্তি পালিত হতে চলেছে কলকাতা ফিল্ম ফেস্টিভালে। ফেস্টিভালের অন্যতম চমক হিসাবে থাকছে ২০০২ সালে আমেদাবাদে গুলবার্গ সোসাইটির ঘটনা অবলম্বনে ঐশ্বর্য গ্রোভারের 'মেমোরিজ অফ সাইরা অ্যান্ড সলিম'। থাকছে অপর্ণা সান্যালের 'দ্য মঙ্কস হু ওন দ্য গ্র্যামি ',। চমক এখানেই শেষ নয়। শুধুমাত্র কৃষ্ণাঙ্গ অভিনেতাদের নিয়ে মেক্সিকোর ছবি 'লা নেগরাদা' , থাকছে অ্যাশ মাইফেয়ারের 'দ্যা থার্ড ওয়াইফ',রোমানিয়ার সৈনিক ও যোদ্ধাদের নিয়ে থাকছে 'আই ডু ন
কেয়ার ইউ উই গো ডাউন ইন দ্য হিস্ট্রি অ্যাজ বারবেরিয়ানস'। রাশিয়ান পরিচালক ভ্লাদিমির অ্যালেনিকোভের ছবি 'স্ট্রেঞ্জার্স অফ পেশেন্স' থাকছে এভছরের কলকাতা ফিল্ম ফেস্টে।

উল্লেখযোগ্যভাবে সমকামিতা নিয়ে নতুন ধারার ছবি হিসাবে থাকছে কেনিয়ান চলচ্চিত্র পরিচালকের ছবি 'রফিকি'। সম্পর্কের উত্থান পতন নিয়ে থাকছে 'দ্যা নাচরালি ওয়ান্টন প্লেজার্স অফ স্কিন', থাকছে 'টাচ মি নট'। বিদেশী ভাষার বিভাগে অন্যতম চমকপ্রদ ফিল্ম হিসাবে থাকছে 'দ্য ম্যান হু কিলড ডন কুইকজোট'। বাঙালি পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তের ছবি 'জোনাকি' এই বছর জায়গা করে নিচ্ছে কলকাতা ফিল্ম ফেস্টিভাল-এ।

English summary
The 24th Kolkata International Film Festival will screen 171 feature films and 150 short films and documentaries from 70 countries between November 10 and November 17 across 16 venues this year. Thirteen films are competing for the top prize in the Indian Language section.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X