• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অমিতাভের সঙ্গ জয়ার নাচ ছেলে অভিষেকের বিয়েতে! বচ্চন পরিবারের বিরল কিছু ছবি প্রকাশ্যে

ঘটনা ২০০৭ সালের। সেই সময় জীবনের বিভিন্ন ডামাডোলের পরিস্থিতি কাটিয়ে শেষমেশ বিয়ের পিঁড়িতে বসেছিলেন ঐশ্বর্য। বিশ্বসুন্দরী তথা বলিউড ডিভার সঙ্গে ২০০৭ সালের ২০ এপ্রিল চার হাত এক করেন অমিতাভ পুত্র অভিষেক। বচ্চন পরিবারে নববধূ রূপে আসেন ঐশ্বর্য। কেমন ছিল সেই বিয়ের অনুষ্ঠান! এযাবৎকালের সেলেব-বিয়ের বিভিন্ন ছবি সামনে আসলেও, সেই সময়ে সোশ্যাল মিডিয়ার রমরমা না থাকায় প্রকাশ্যে আসেনি বহু ছবি। একনজরে দেখে নেওয়া যাক। অভিষেক -ঐশ্বর্যর বিয়ের অজানা , অদেখা ছবি।

সাদা পোশাকে বচ্চনদের জমকালো সাজ!

বিয়ের আসরের মধ্যেই বচ্চন পরিবারের কর্তা অমিতাভ ও জয়াকে দেখা যায় এই ছবিতে। সঙ্গে ছিলেন মেয়ে শ্বেতা। বিয়ের ব্যস্ততার মধ্যে সাদা পোশাকে ডিজাইনার আবু-জানির তৈরি পোশাকে বেশ ঝলমলে ছিলেন বচ্চনরা।

জমকালো সাজে অ্যাশ-অভিষেক

বিয়ের সঙ্গীতের রাতে বচ্চন পরিবারে জমজমাট আসর বসেছিল। আর সেখানে হাজির ছিলেন মুম্বই ইন্ডাস্ট্রির অনেকেই তাঁদের মধ্যে যদিও নজর কেড়ে নেন নবদম্পতি অ্যাশ ও অভিষেক ।

ঘরোয়া মেজাজে বচ্চনরা!

ঘরোয়া মেজাজে বচ্চনরা!

আবু জানি তাঁর পোস্টে জানিয়েছেন, ৩ মাস ধরে অভিষেক ও ঐশ্বর্যর বিয়ের জন্য প্রস্তুতি চলেছিল। আর ছেলের বিয়ের 'সঙ্গীত' এর অনুষ্ঠানে স্ত্রী জয়াকে সঙ্গে নিয়ে ব্যাপক নেচেছিলেন অমিতাভ বচ্চন। সেই ছবিও ভাইরাল হয়ে যায়।

ছেলের বিয়েতে জয়া

ছেলের বিয়েতে জয়া

বিয়েতে জয়া বচ্চনকে দেখা যায় ছেলে অভিষেককে বরণ করে নিতে। আর সেই বরণের ছবিও প্রকাশ করেন আবু জানিরা।

অমিতাভের নাচ!

অমিতাভের নাচ!

মেয়ে শ্বেতার সঙ্গে বিয়ের আসরে জমজমাট নাচে মেতে ওঠেন অমিতাভ। সেই ছবিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

(ছবি সৌজন্য : ফিল্মিবিট)

[আরও পড়ুন: 'হ্যালো.. ইসা..'! 'সেক্রেড গেমস ২' এর জেরে আরব দেশে বড়সড় বিপাকে ভারতীয়]

English summary
Amitabh Bachchan Dances in Abhisek Aishwarya's wedding, pics goes viral .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X