For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিতাভ বচ্চনের জন্মদিন স্পেশ্যাল: ব্যর্থতা ঢেকেও কীভাবে ঘুরে দাঁড়ান শাহেনশা

স্বপ্ন পূরণের রাস্তায় বাধা যত বেশি থাকে, ততটাই মধুর হয় সাফল্যের স্বাদ। বিশ্বের একাধিক নামী ব্যক্তিত্বের জীবন তাঁর অন্যতম প্রমাণ। এমনই এক ব্যক্তিত্ব অমিতাভ বচ্চন।

  • |
Google Oneindia Bengali News

স্বপ্ন পূরণের রাস্তায় বাধা যত বেশি থাকে, ততটাই মধুর হয় সাফল্যের স্বাদ। বিশ্বের একাধিক নামী ব্যক্তিত্বের জীবন তাঁর অন্যতম প্রমাণ। এমনই এক ব্যক্তিত্ব অমিতাভ বচ্চন। বলিউডের এই মহীরুহের আজ ৭৬ তম জন্মদিন। ভারতীয় চলচ্চিত্রের 'শাহেনশাহ' অমিতাভের জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর জীবনের কিছু চড়াই উতরাইয়ের কাহিনি.. ব্যর্থতার তালিকা কাটিয়ে বলিউডের বিগ বি হয়ে ওঠার কাহিনি।

অল ইন্ডিয়া রেডিও-র বাতিল

অল ইন্ডিয়া রেডিও-র বাতিল

যাঁর কণ্ঠস্বরে মুগ্ধ আসমুদ্রহিমাচল, যাঁর কণ্ঠস্বরের গাম্ভীর্য মন ছুঁয়ে যায় , সেই অমিতাভ বচ্চনকে একটা সময়ে কণ্ঠস্বরের জন্যই বাতিল হতে হয় অল ইন্ডিয়া রেডিও থেকে। যদিও পরবর্তীকালে অমিতাভের কণ্ঠে সংলাপ বা ভয়েস ওভারই মাত করেনি, তাঁর কণ্ঠের গানও মন মজিয়ে দিয়েছে দর্শকদের।

 ১২ টি পর পর ফ্লপ ফিল্ম

১২ টি পর পর ফ্লপ ফিল্ম

যেকোনও নবাগত অভিনেতার পক্ষে কেরিয়ারের শুরুতেই ফ্লপ ফিল্ম রীতিমত ঙয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে। বলিউড হাদশা অমিতাভের জীবনের প্রথম ১২ টি ছবিই হিট হয়নি। তবুও মুষড়ে পড়েননি বিগ বি। লড়াই চালিয়েছেন সমান তালে। শেষে সৌভাগ্য কড়া নাড়ে তাঁর দরজায়। ' জঞ্জির' ছবির হাত ধরে আসে তাঁর কেরিয়ারে বলিউডে প্রথম হিট, সাফল্যের স্বাদ পান অমিতাভ।

প্রথম ছবির পারিশ্রমিক

প্রথম ছবির পারিশ্রমিক

অমিতাভ বচ্চনের প্রথম ছবি 'সাত হিন্দুস্তানি'। সেই ছবিতে তাঁর পারিশ্রমিক ছিল ১ হাজার টাকা। সেখান থেকে শুরু করে আজ তিনি ১৪৭.৫ কোটি টাকার মালিক।

লডা়ইনের দিনগুলিতে কোথায় থাকতেন তিনি?

লডা়ইনের দিনগুলিতে কোথায় থাকতেন তিনি?

মুম্বইতে আসার পর থেকে লডা়ই চরমে চলতে থাকে অমিতাভ বচ্চনের। একটা সময় মাথা গোজার ঠাঁই টুকু পেতেও হন্যে হয়ে ঘুরতে হয় শাহেনশাহ। শেষে অভিনেতা মেহমুদ তাঁকে নিজের বাড়িতে নিয়ে আসেন, আর সেখানে কিছুদিন থাকেন অমিতাভ।

আর্থিক দুরবস্থা

আর্থিক দুরবস্থা

তাঁর কেরিয়ারের সফরও খুব একটা সুখবর নয়। নব্বইয়ের দশকের একটা সময় তাংর সংস্থা এবিসিএল চরম আর্থিক দুর্গতির মুখে পড়ে। এদিকে, ১৯৯৪ সালে 'খুদা গওয়া' ছবির পর থেকে কার্যত লিজেকে ফিল্ম থেকে গুটিয়ে নিতে থাকেন অমিতাভ। কিন্তু বলিউডের দরকার ছিল শাহেনশাহকে। ফলে 'বড়ে মিঞা ছোটে মিঞা' ছবির মাধ্যমে ফের একবার কামব্যক করেন অমিতাভ। আর তার পরবর্তী পর্যায়ের অধ্যায়গুলি কতটা উজ্জ্বল তা সকলেরই জানা ।

English summary
We all must have grown up hearing this common quote. But ironically it, cannot be more accurate for the Bollywood legendary actor named, Amitabh Bachchan. Known for his persona of an angry young man, this actor has embraced more failures than any other actor has faced before the one big hit. He is an incredible actor, irreplaceable host of the TV show “Who Wants To Be A Millionaire,” a singer, a poet and above all holds a very down to earth personality.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X