For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্যা বিধ্বস্ত কেরলের জন্য সাহায্য প্রার্থনায় অমিতাভ থেকে অনুষ্কা, অনুদান সম্পর্কে কিছু তথ্য

হাজারের ওপর মানুষের অপেক্ষা চলছে ত্রাণের জন্য। যেদিকে নজর যায়, সেদিকই গ্রাস করেছে বিধ্বংসী প্লাবন। কেরলের ১৪ টি জেলার ১৩ টিই আপাতত জলের নীচে। মৃত্যু হয়েছে প্রায় ৩০০ জনের। নিরুদ্দেশ বহু।

  • |
Google Oneindia Bengali News

হাজারের ওপর মানুষের অপেক্ষা চলছে ত্রাণের জন্য। যেদিকে নজর যায়, সেদিকই গ্রাস করেছে বিধ্বংসী প্লাবন। কেরলের ১৪ টি জেলার ১৩ টিই আপাতত জলের নীচে। মৃত্যু হয়েছে প্রায় ৩০০ জনের। নিরুদ্দেশ বহু। পরিস্থিতি সামলাতে সেনার অকুতভয় প্রচেষ্টা অব্যাহত। এনডিআরএফ সহ সেনার একাধিক দল বন্যা বিধ্বস্ত কেরলের মানুষদের জন্য এখন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এমন পরিস্থিতিতে কেরলের এখন প্রয়োজন সাহায্যের।কেরলের জন্য এই সাহায্য প্রার্থনায় এগিয়ে এসেছেন বলিউডের বিভিন্ন তারকা।

অমিতাভ বচ্চন

কেরলের বন্যায় দুর্গতদের সাহায্যের জন্য সাহায্য প্রার্থনা করেছেন বলিউজ তারকা অমিতাভ বচ্চন। টুইটের মাধ্যমে তিনি কোথায় অনুদান দিতে হবে , সেই ঠিকানাও জানিয়ে দেন।

বিদ্যা বালান

কেরলের মেয়ে তথা মালায়ম ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নায়িকা বিদ্যা বালান। বলিউডের অন্যতম নায়িকা বিদ্যা বালানও কেরলে বন্যা দুর্গতদের সাহায্যের জন্য আহ্বান জানিয়েছেন।

আবেদন করছেন অর্জুন কাপুরও

বলিউড অভিনেতা অর্জুন কাপুরও আবেদন জানান কেরলের বন্যাবিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য।

রাজ কুমার রাও

বলিউডড অভিনেতা রাজ কুমার রাও একই ধরণের আবেদন জানিয়েছেন তাঁর টুইটার পোস্টের মাধ্যমে।

অনুষ্কার আবেদন

বন্যা বিধ্বস্ত কেরলের মানুষদের পাশে যাতে গোটা দেশ থাকতে পারে, তার জন্য সোশ্যাল মিডিয়ায় আবেদন জানান বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা।

সিদ্ধার্থ মালহোত্রা

কেরলের বন্যায় দুর্গতদের সাহায্যের জন্য প্রার্থনা করেছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও। তিনি নিজেও দুর্গতদের সাহায্যে এগিয়ে আসেন।

জন আব্রাহাম

কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য পাঠানোর জন্য আবেদন করেছেন অবিনেতা জন আব্রাহাম।

English summary
Amitabh Bachchan, anushka sharma, arjun kapoor & Others pledges to Support kerala Flood Relief
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X