For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমর্ত্য সেনকে নিয়ে তৈরি তথ্যচিত্র মুক্তি পাচ্ছে কবে! বাদ যাচ্ছে বিশেষ এক 'শব্দ'

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়ে তৈরি তথ্যচিত্র তৈরি করেন পরিচালক সুমন ঘোষ। সেই তথ্যচিত্র নিয়ে বেশ কিছু বিতর্ক দানা বাঁধে ,সেন্সর বোর্ডের আঙিনায় গিয়ে।

  • |
Google Oneindia Bengali News

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়ে তৈরি তথ্যচিত্র তৈরি করেন পরিচালক সুমন ঘোষ। সেই তথ্যচিত্র নিয়ে বেশ কিছু বিতর্ক দানা বাঁধে ,সেন্সর বোর্ডের আঙিনায় গিয়ে। তবে বিতর্ক পেছনে ফেলে এবার ছবি থেকে কয়েকটি কাট ছাঁট করে মুক্তি পাচ্ছে এই তথ্যচিত্র।

অমর্ত্য সেনকে নিয়ে তৈরি তথ্যচিত্র মুক্তি পাচ্ছে কবে! বাদ যাচ্ছে বিশেষ এক 'শব্দ'

'দ্য আরগ্য়ুমেন্টেটিভ ইন্ডিয়ান' এই নামকরণে অর্মত্য় সেনকে নিয়ে তথ্যচিত্র তৈরি করেন সুমন ঘোষ। তথ্যচিত্রটি আগামী ৯ মার্চ মুক্তি পেতে চলেছে। তবে গোটা তথ্যচিত্র থেকে সরিয়ে দেওয়া হল 'গুজরাত' শব্দটি। সেন্সর বোর্ডের পরামর্শে এই কাটছাঁট হয়েছে বলে খবর।

এরআগে, গতবছরের জুলাই মাস নাগাদ পরিচালক সুমন ঘোষকে সিবিএফসি কলকাতার তরফে তথ্যচিত্র থেকে বেশ কয়েকটি শব্দ বাদ দিতে বলা হয় । 'ইন্ডিয়া', ' গরু', 'গুজরাত' ইত্যাদি শব্দকে তথ্যচিত্রের বাইরে রাখতে বলা হয়। তবে এতগুলি শব্দ ছেড়ে এবার শুধুই 'গুজরাত' শব্দকে বাদ রেখে ফিল্ম মুক্তির কথা ঘোষিত হয়েছে। এজন্য সেন্সর বোর্ড প্রধান প্রসূন জোশীকে ধন্যবাদ জ্ঞাপন করেন পরিচালক সুমন ঘোষ।

English summary
The documentary on Nobel laureate Amartya Sen will be released here on March nine after a beep on the word ‘Gujarat’ as recommended by the Censor Board, its director Suman Ghosh said today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X