For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাসিরুদ্দিন প্রসঙ্গে এবার মুখ খুললেন অমর্ত্য সেন, নোবেলজয়ীর কণ্ঠে কোন সুর

বেশ কয়েকদিন ধরেই নাসিরুদ্দিন শাহের সাম্প্রতিক মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। এক ভিডিওতে নাসিরুদ্দিন শাহ দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন।

  • |
Google Oneindia Bengali News

বেশ কয়েকদিন ধরেই নাসিরুদ্দিন শাহের সাম্প্রতিক মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। এক ভিডিওতে নাসিরুদ্দিন শাহ দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন, এখানে বাক স্বাধীনতার কণ্ঠরোধ করা হচ্ছে। উল্লেখ্য, ওই ভিডিওটি ছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের, যে প্রতিষ্ঠান মানবাধিকার বিষয়ে নজর রাখে। এরপরই শুরু হয় বিতর্ক। তবে এই বিতর্কে এবার নোবেলজয়ী অর্থনীতিবিদকে পাশে পেলেন নাসিরুদ্দিন শাহ।

নাসিরুদ্দিন প্রসঙ্গে এবার মুখ খুললেন অমর্ত্য সেন, নোবেলজয়ীর কণ্ঠে কোন সুর

অমর্ত্য সেন জানিয়েছেন, 'অভিনেতাকে বিরক্ত করার এই উদ্যোগ আমাদের বন্ধ কার উচিত। যা চলছে (দেশে) তা আপত্তিকর। এসব বন্ধ হওয়া উচিত।' উল্লেখ্য, এর আগে নাসিরুদ্দিন শাহ সম্পর্কিত ওই ভিডিও একটি বিশেষ হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। যেখানে লেখা থাকে 'আব কি বার মানবাধিকার'। সেই ভিডিওতে নাসিরুদ্দিন শাহ জানান, ' অধিকারের কথা বললেই কণ্ঠরোধ ৷ মুখ খুললেই জেলে পাঠানো হচ্ছে ।' পাশাপাশি তাঁর দাবি, বুদ্ধিজীবিদের কাজে বাধা দেওয়া হচ্ছে, নিজস্ব মত প্রকাশ করতে দেওয়া হচ্ছে না । সাংবাদিকদেরও দমিয়ে রাখা হচ্ছে। নাসিরুদ্দিন দাবি করেন, 'ধর্মীয় মোড়কে' ঘৃণার প্রাচীর গড়া হচ্ছে। সকলকে সত্যি কথা বলতে বাধা দেওয়া হচ্ছে। এমনই দেশই কি আমরা চেয়েছিলাম?'

এদিকে, নাসিরুদ্দিনের এই বক্তব্যের প্রেক্ষিতে মুখ খুলেছেন আরও এক বলিউড তারকা আশুতোষ রানাও। তিনি বলেন, '..বাক স্বাধীনতার ক্ষেত্রে দুটি মানুষের ভিন্ন মত থাকতে পারে, তহে সেই মতামত অভদ্রভাবে প্রকাশ করার জরুরি নয়।' উল্লেখ্য, তাঁর সাম্প্রতিক ছবি 'সিম্বা' নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আশুতোষ রানা। সেই সময়ই নাসিরুদ্দিনের সাম্প্রতিক মন্তব্য় নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। আশুতোষ রাণা জানান, তিনিও বাক স্বাধীনতার পক্ষেই রয়েছেন। তাঁর মতে, প্রত্যেকেরই মতামত জানাবার অধিকার রয়েছে। তিনি বলেন, ' আমার কেউই কারোর শ্তরু নই। তবে আমাদের মতামত খানিকটা আলাদা। '

English summary
Amartya Sen Backs Naseeruddin Shah Amid Row, Says Attempts to 'Disturb' Actor Objectionable.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X