২ বছরের শিশুর চোখ খুবলে হত্যা! আলিগড়েরর ঘটনায় দোষীদের জনসমক্ষে ফাঁসির দাবি জাভেদের
ছোট্ট ২ বছরের শিশু। আর তার চোখ খুবলে তাকে হত্যাকরে নালার ধারে ফেলে রেখে গিয়েছে আততায়ীরা। উত্তর প্রদেশের আলিগড়ে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘিরে গোটা দেশ হতবাক। ফুলের মতো শিশুকে এভাবে হত্যা মেনে নিতে পারছেনা আলিগড়ের তপ্পল এলাকার বাসিন্দারাও। ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছেন বলিউড গীতিকার জাভেদ আখতার।

ছোট্ট শিশুটির পরিবারের তরফে দাবি করা হয়েছে ঘটনায় জড়িতদের মৃত্যুদণ্ড। আর এরপর একধাপ এগিয়ে জাভেদ আখতার দাবি করেছেন, ঘটনায় অভিযুক্তদের জনসমক্ষে ফাঁসির দাবি জানিয়ে একটি টুইট করেছেন। জাভেদের দাবি, ফাস্ট ট্র্যাক কোর্টে তৎপরতার সঙ্গে যেন এই মামলার নিষ্পত্তি করা হয়।
This case should be fast tracked in the courts by daily hearings . Any one can guess the inevitable and obvious verdict of any court on this most heinous crime possible . Wish he could be hanged publicly .
— Javed Akhtar (@Javedakhtarjadu) June 7, 2019
পুলিশ জানিয়েছে , ওই মেয়েটিকে একটি আর্থিক ঝামেলার কারণে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। আর হত্যার পর নর্দমায় ফেলে চলে যায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এমন ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে গর্জে উঠছে গোটা উত্তরপ্রদেশ। ক্ষোভে ফুঁসতে শুরু করেছে দেশ।