For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আলিয়া ভাট–আদিত্য রয় কাপুর অভিনীত ‘‌সড়ক ২’‌ মুক্তি পাবে ‌ওটিটিতে

আলিয়া ভাট–আদিত্য রয় কাপুর অভিনীত ‘‌সড়ক ২’‌ মুক্তি পাবে ‌ওটিটিতে

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের জেরে লকডাউন আর এই লকডাউনের কারণে দেশের সব সিনেমাহলগুলি বন্ধ হয়ে রয়েছে। বাধ্য হয়েই পরিচালক–প্রযোজকরা ওটিটি প্ল্যাটফর্মে নিজেদের ছবিগুলিকে মুক্তি করাচ্ছে। গুলাবো সিতাবো, দিল বেচারার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে কিংবদন্তী পরিচালক মহেশ ভাটের বহু–প্রতিক্ষীত ছবি '‌সড়ক ২’‌। এ বিষয়ে নিশ্চিত করে জানিয়েছেন প্রযোজক মুকেশ ভাট।

আলিয়া ও আদিত্য রয় কাপুর রয়েছেন ছবিতে

আলিয়া ও আদিত্য রয় কাপুর রয়েছেন ছবিতে

এ ছবির প্রযোজনায় রয়েছে বিশেষ ফিল্মস ও ফক্স স্টার স্টুডিও। ছবিতে অভিনয় করবেন আলিয়া ভাট, আদিত্য রয় কাপুর, সঞ্জয় দত্ত ও পুজা ভাট। এটি আসলে ১০ জুলাই সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল। মুকেশ ভাট এ প্রসঙ্গে বলেন, ‘‌এটা (‌কোভিড-১৯ কেস)‌ কমার বদলে দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে মনে হয় সিনেমা হল খুলবে?‌ যদিও বা সিনেমা হল খুলে গেল এবং সড়ক ২ মুক্তি পেল মনে হয় মানুষ গিয়ে তা হলে বসে দেখবে?‌ মানুষ এখন তাঁদের পরিবারকে রক্ষা করছে। এখন জীবন খুব গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে।'‌

 সড়ক ছবির সিক্যুয়েল

সড়ক ছবির সিক্যুয়েল

১৯১৯১ সালে মহেশ ভাট পরিচালিত ও পুজা ভাট-সঞ্জয় দত্ত অভিনীত সড়ক ছবির সিক্যুয়েল হল ‘‌সড়ক ২'‌, যা বড় পর্দার জন্য উচ্চাভিলাষী একটি ছবি, কিন্তু ছবির নির্মাতাদের বেঁচে থাকার জন্য বাধ্য হয়েই ডিজিটালে মুক্তি করাতে হচ্ছে এই ছবির। মুকেশ ভাট বলেন, ‘আমি ডিজিটাল মাধ্যমে আসতে বাধ্য হলাম কারণ আমি অদূর ভবিষ্যতে কোনও আলো দেখতে পারছিলাম না। নিজেকে বাঁচানোর জন্য এটাই শ্রেষ্ঠ উপায়। কিছু কিছু জিনিস আছে যা আপনাকে করতেই হয়, সেখানে পছন্দ থাকে না আপনি বাধ্য করতে। সেখানে এটা ছাড়া আর কোনও বিকল্প নেই, মাথা কাজ করে না সেখানে।'‌

অনেক সিনেমাই মুক্তির জন্য ডিজিটালকে বেছে নিচ্ছে

অনেক সিনেমাই মুক্তির জন্য ডিজিটালকে বেছে নিচ্ছে

এই মহামারির সময় বহু সিনেমার তালিকায় ‘‌সড়ক ২'‌ যোগ হল, যা অনেক সিনেমার মুক্তিকেই থামিয়ে দিয়েছে এই সময়। যার জন্য সকলেই এই ডিজিটাল প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছে সকলে। অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা অভিনীত সুজিত সরকার পরিচালিত ‘‌গুলাবো সিতাবো'‌-এর মতো প্রথম বড় ছবিও ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ করতে বাধ্য হয়। বিদ্যা বালান অভিনীত ‘‌শকুন্তলা দেবী'‌, জাহ্নবী কাপুরের ‘‌গুঞ্জন সাক্সেনা-দ্য কারগিল গার্ল'‌ এবং সুশান্ত সিং রাজপুত শেষ ছবি ‘‌দিল বেচারা'‌ সবই ডিজিটালে মুক্তি পাবে। এটি এমন একটি সিদ্ধান্ত যা সিনেমা প্রযোজকরা ভালোভাবে নেননি।

 ডিজিটালে মুক্তির বিষয় অস্থায়ী

ডিজিটালে মুক্তির বিষয় অস্থায়ী

মুকেশ ভাট জানিয়েছেন যে ছবি নির্মাতা ও দর্শক উভয়ই চান যে ছবিগুলি সব বড় পর্দায় মুক্তি পাক এবং ডিজিটালে মুক্তির বিষয়টা অস্থায়ী। তিনি বলেন, ‘‌এখন ছবিগুলি ওটিটিতে মুক্তি পাচ্ছে, তার মানে এটা নয় যে সিনেমা হল সর্বদা বন্ধ থাকবে। মানুষ বাইরে বেড়োবে, বড় পর্দায় ছবি দেখবে এটার আলাদা মজা। এটা কিছুদিনের ব্যাপার। এটা আমরা বুঝতে পারছি রাষ্ট্রের বিষয়, এখন কারোর ওপর দোষারোপ বা কাউকে নীচে দেখানোর সময় নয়। আমাদেরকে একে-অপরের পাশে থাকতে হবে।'‌

শুটিং বাকি দু’‌দিনের

শুটিং বাকি দু’‌দিনের

প্রযোজকরা জানিয়েছিলেন যে ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে এবং তাঁরা জুলাইতে ফের কাজ শুরু করার পরিকল্পনা করছে। মুকেশ ভাট জানিয়েছেন যে তাঁদের দু'‌দিনের শুটিং বাকি রয়েছে যেটা আগামী মাসে শুট করা হবে এবং তারপরই পোস্ট-প্রোডাকশনের কাজ পুরোদমে শুরু হয়ে যাবে।

English summary
alia bhatt aditya roy kapoor starrer sadak 2 to be released on ott
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X