For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তারকা সন্তানদের ওপর প্রত্যাশা বেশি, স্বজন পোষণ নিয়ে তীক্ষ্ণ জবাব আলিয়া ভাটের মায়ের

তারকা সন্তানদের ওপর প্রত্যাশা বেশি, স্বজন পোষণ নিয়ে তীক্ষ্ণ জবাব আলিয়া ভাটের মায়ের

Google Oneindia Bengali News

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু বলিউডে ফের স্বজন পোষণ নিয়ে বিতর্ক তুলে দিয়েছে। বলিউডের ভক্ত ও বহিরাগতরা আক্রমণ করতে শুরু করেছে তারকা–সন্তানদের। আলিয়া ভাট, অন্যন্যা পাণ্ডে, অর্জুন কাপুর, সোনম কাপুর, সোনাক্ষি সিনহার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রোলড হচ্ছেন পরিচালক করণ জোহর

তারকা সন্তানদের ওপর প্রত্যাশা বেশি, স্বজন পোষণ নিয়ে তীক্ষ্ণ জবাব আলিয়া ভাটের মায়ের


এবার এই স্বজন পোষণ প্রসঙ্গে মুখ খুললেন আলিয়া ভাটের মা সোনি রাজদান। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, '‌তারকা সন্তানদের ওপর আরও বেশি করে মানুষের প্রত্যাশার চাপ থাকে।’‌ সোনি রাজদানের দাবি, '‌আর আজ যাঁরা স্বজন পোষণ নিয়ে এত কথা বলছেন, যাঁরা নিজের চেষ্টায় এই দুনিয়ায় জায়গা তৈরি করেছেন, তাঁদের পরবর্তী প্রজন্মও যদি এই কাজে আসতে চায়, তাহলে? তাঁরা কি বারণ করবেন?'

টুইটারে এই বিষয়ে নিজের মতপ্রকাশ করেছেন পরিচালক হনসল মেহতা। তিনি লিখেছেন, তিনি প্রযোজনা করবেন বলে তাঁর ছেলে ছবি পরিচালনা করেন না। তিনি ছবি তৈরি করেন, কারণ তাঁর সেই যোগ্যতা আছে। শেষমেষ কিন্তু তাঁকেই তাঁর কেরিয়ার গঠন করতে হবে, তাঁর বাবাকে নয়। তাঁর ছায়া একদিকে যেমন ছেলের কাছে আশীর্বাদ তেমন অভিশাপও। এই টুইটের জবাব দেন সোনি রাজদান।

১৪ জুন মুম্বইয়ে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের দেহ। তিনি আত্মহত্যা করেন। ৩৪ বছর বয়সেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। বেশ কিছু অসমর্থিত সূত্রে জানা গিয়েছে যে তাঁকে বড় বড় কিছু প্রজেক্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তাঁর অভিনীত শেষ ছবি ছিচোড়ে দারুণ হিট করে।

বলিউডে স্বজন পোষণের জের, সম্ভবত চিরতরে বন্ধ হয়ে যেতে পারে কফি উইথ করণবলিউডে স্বজন পোষণের জের, সম্ভবত চিরতরে বন্ধ হয়ে যেতে পারে কফি উইথ করণ

English summary
Alia Bhatt's mother Soni Rajdan tweeted about the controversy over Bollywood's nepotism
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X