For Daily Alerts
এক দশক পর বলিউডে এই প্রাক্তন প্রেমিকার পাশে বসতে চলেছেন অক্ষয় কুমার
হিন্দি ছবি 'আন' এর পর দুজনকে আর একসঙ্গে দেখাই যায়নি। আর ২০০৪ এর পর প্রাক্তন প্রেমিকা রবিনা ট্যান্ডনের সঙ্গে আবারও স্ক্রিন শেয়ার করতে চলেছেন অভিনেতা অক্ষয় কুমার। তবে কোনো হিন্দি ছবি নয়, বরং দুজনকে দেখা যাবে একটি রিয়েলিটি শোতে।

'দ্যা গ্রেটেস্ট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' নামের এক রিয়ালিটি শোতে দেখা যাবে একসময়ে বলিউডের এই জনপ্রিয় জুটিকে। জানা গিয়েছে, এই স্ট্যান্ড আপ কমেডি শোতে রবিনা ও অক্ষয়কে বিচারকের আসনে দেখা যাবে।

প্রসঙ্গত, ৯০ এর দশকে একের পর হিট ছবি দিয়ে গিয়েছে এই জুটি।' মোহরা', ' খিলাড়িও কে খিলাড়ি' প্রভৃতি ছবিতে নজর কাড়েন অক্ষয় রবিনা। সেসময়ে দুনের প্রেমের খবরও বলিউডের আনাচে কানাচে ছড়িয়ে যায়। পরে জানা যায়, রবিনা ছাড়াও ইন্ডাস্ট্রিতে শিল্পা শেঠি, পূজা বত্রা , ও সাম্প্রতিক কালে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নাম জড়ায় অক্ষয়ের।