For Quick Alerts
For Daily Alerts
লকডাউনে আকাশপথে অক্ষয়ের বিশেষ 'ট্রিপ' নিয়ে বিতর্ক শুরু ! বেকায়দায় সরকার
বিতর্কে এবার অক্ষয় কুমার। তাঁর মুম্বই থেকে নাসিক যাত্রা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বলিউডের 'খিলাড়ি' তারকা মুম্বই থেকে নাসিক লকডাউনের মধ্যে যেতেই শুরু হয়ে যায় বিতর্ক।

২ রা জুলাই চিকিৎসার জন্য নাসিক যান অক্ষয়। এক বিশেষ চপারে তিনি নাসিক পৌঁছ ন। এরপর এক বিলাসবহুল রিসর্টে অক্ষয় ছিলেন। সেখানে তিনি একাধিক মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। আর এই সাক্ষাৎকার নিয়েই প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, একাধিক জন সেই দিন অক্ষয়ের রিসর্টে ছিলেন বলে খবর।
প্রশ্ন উঠেছে, তাহলে কি অক্ষয় তারকা বলেই লকডাউনে রিসর্টে থাকার ছাড়পত্র পেয়েছেন? গোটা ঘটনা নিয়ে মহারাষ্ট্রের সরকারের দিকে আঙুল উঠছে। মহারাষ্ট্র সরকারের মন্ত্রী ছগন ভুজওয়াল জানান, গোটা বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। পাশাপাশি সরকারের তরফে তদন্তেরও আশ্বাস দেওয়া হয়।

করোনা সংক্রমণের দায় স্বীকার দিলীপের