২০২০-তে আমির বলবেন শিখ দাঙ্গার কথা, আর অক্ষয় কী করতে চলেছেন!
শুক্রবার ২৬ জুলাই সকালেই বলিউড দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন অক্ষয় কুমার একাই! তাঁর সাম্প্রতিক পোস্ট এদিন সকালে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। অক্ষয়ের আগামী ছবি 'বচ্চন পাণ্ডে' র পোস্টার এদিন মুক্তি পায়।

ছবিতে দেখা যাচ্ছে দক্ষিণী কায়দায় সিল্কের কালো লুঙ্গিকে গুটিয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন 'খিলাড়ি' কুমার। দক্ষিণীদের মতো করেই রয়েছে সাজ পোশাক। গলায় রয়েছে মোটা সোনার কয়েকটি চেন। ছবির পোস্টার পোস্ট করেই অক্ষয় জানিয়ে দেন আগামী বছরের ক্রিসমাসে তিনি আসছেন 'বচ্চন পাণ্ডে' ছবিটি নিয়ে।
Coming on Christmas 2020!
— Akshay Kumar (@akshaykumar) July 26, 2019
In & As #BachchanPandey 😎
In #SajidNadiadwala’s Next, directed by @farhad_samji @NGEMovies @WardaNadiadwala pic.twitter.com/ayMkzwPEsJ
প্রসঙ্গত, ২০২০ ক্রিসমাসে অক্ষয় বনাম আমিরের বক্স অফিস যুদ্ধ দেখতে চলেছে বলিউড। কারণ ২০২০ সালের ক্রিসমাসে আমিরের সঙ্গে পর্দা কাঁপাতে নামছেন অক্ষয়। আর সেই ঘোষণা অক্ষয় কুমার আগেই করে দিয়েছেন। অন্যদিকে আমিরের ছবি 'লাল সিং চাড্ঢা ' মুক্তি পেতে চলেছে ২০২০ সালের ক্রিসমাসে। শোনা যাচ্ছে , ছবিতে বাবরি মসজিদ , শিঙ দাঙ্গা সহ বেশ কয়েকটি বিতর্কিত অধ্যায় তুলে ধরা হবে।