ফোর্বসের বিচারে বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় অক্ষয়! 'খিলাড়ি' দখল করলেন কত তম স্থান
ফের একবার 'খিলাড়ি ' ম্য়াজিক! এবার বলিউড ছাড়িয়ে বিশ্বমঞ্চে কামাল দেখিয়ে দিলেন ভারতের তারকা অক্ষয় কুমার। বলিউডে 'প্যাডম্যান' থেকে ' মিশন মঙ্গল' এর অভূতপূর্ব সাফল্য নিয়ে এমনিতেই ভক্তদের মন ছুঁয়ে ফেলেছেন তিনি। এবার অক্ষয় একমাত্র ভারতীয় অভিনেতা হিসাবে বিশ্বের ধনীতম অভিনেতাদের ১০ জনের তালিকায় জায়গা করে নিলেন।

কত তম স্থানে অক্ষয়!
ফোর্বসের বিচারে এই মুহূর্তে বলিউডের একমাত্র ধনী নায়ক অক্ষয় কুমার । বিশ্বের নিরিখে তিনি ধনী অভিনেতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন ৪ নম্বরে। তাঁর আগে শুধুমাত্র রয়েছেন ডোয়াইন জনসন, ক্রিস হেমসস্মিথ, রবার্ট ডাউনি জুনিয়ার।

অক্ষয়ের সম্পত্তির পরিমাণ কত?
ফোর্বসের বিচারে অক্ষয় কুমারের সম্পত্তির পরিমাণ ৬৫ মিলিয়ন ডলার। ধনী অভিনেতাদের তালিকায় থাকা অভিনেতাদের মধ্যে সবচেয়ে আগে রয়েছেন ডোয়াইন জনসন। তাঁর সম্পত্তির পরিমাণ ৮৯.৪ মিলিয়ন ডলার। ক্রিস হেমস্মিথের সম্পত্তির পরিমাণ ৭৬.৪ মিলিয়ান ডলার। রবার্ট ডাউনির সম্পত্তির পরিমাণ ৬৬ মিলিয়ন ডলার।

অক্ষয়ের পরে কারা রয়েছেন!
তালিকায় অক্ষয়ের পরে রয়েছেন, জ্যাকি চ্যান, ব্র্যাডলি কুপার, অ্যাডাম স্যান্ডলার, ক্রিস ইভান, পল রুড। ১০ জনের তালিকায় সর্বশেষ নাম হল হলিউড তারকা উইল স্মিথের।