যৌন হেনস্থা ইস্যু:'হাউসফুল ৪' এর শ্যুটিং বাতিল অক্ষয়ের, সাজিদ নিলেন চরম পদক্ষেপ
যৌন হেনস্থার ঘটনা ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে বলিউডে। একের পর এক অভিনেতা একের পরিচালক, প্রযোজক, গায়কের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। এদিন ,পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর 'হাউসফুল ৪' থেকে পরিচালক হিসাবে সরে গেলেন সাজিদ খান।

এদিকে, 'হাউসফুল ৪' ঘিরে তৈরি হয়েছে আরও বিপত্তি। ছবির শ্যুটিং আচমকা বাতিল করেছেন অভিনেতা অক্ষয় কুমার। এক টুইট বার্তায় অক্ষয় জানান যাঁরা কোনও রকমের হেনস্থার ঘটনায় জড়িত হিসাব প্রমাণিত তাঁদের সঙ্গে তিনি কাজ করতে চান না। উল্লেখ্য়, এই ছবিতে অভিনয় করছেন নানা পাটেকরও। আর নানা পাটেকরের বিরুদ্ধে কিছুদিন আগেই যৌন হেনস্থার অভিযোগে সরব হন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এখানেই শেষ নয়। তনুশ্রীর ঘটনায় তাঁর পাশে আসেন অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল। আর সেই সময় তনুশ্রী পাল্টা তোপ দাগেন এই বলে যে, টুইঙ্কিল প্রতিবাদ জানালেও , তাঁর স্বামী অক্ষয় কিন্তু নানা পাটেকরের সঙ্গে সমান তালে অভিনয় করে চলেছেন।
— Akshay Kumar (@akshaykumar) October 12, 2018
এদিকে, সূত্রের দাবি নিজের ২৮ বছরের কেরিয়ারে কোনও দিনই শ্যুটিং মাঝপথে ছেড়ে যাননি অক্ষয়। এই প্রথমবার অক্ষয় এমন পদক্ষেপ নেওয়ায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে ইন্ডাস্ট্রি জুড়ে।