For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খ্যাতনামা ফুটবল খেলোয়াড়ের ভূমিকায় অজয় দেবগন , আসছে নয়া বায়োপিক

একের পর এক বায়োপিকে মাতোয়ারা বলিউড। বায়োপিক ঘিরে ক্রমেই কৌতূহল বাড়ছে দর্শকের মধ্যে।

  • |
Google Oneindia Bengali News

একের পর এক বায়োপিকে মাতোয়ারা বলিউড। বায়োপিক ঘিরে ক্রমেই কৌতূহল বাড়ছে দর্শকের মধ্যে। 'সঞ্জু ' বা 'প্যাডম্যান'-এর মতো ফিল্ম বলিউডে বক্স অফিসে সাফল্য পেলেও, বেশ কিছু বায়োপিক এর আগে মুখ থুবড়ে পড়েছে বলিউডে। 'সুলতান', 'দঙ্গল', 'চক দে ইন্ডিয়া', 'সুরমা'-র পর এবার আরও এক খেলোয়াড়ের জীবনগাথা তুলে ধরতে চলেছে বলিউড।

খ্যাতনামা ফুটবল খেলোয়াড়ের ভূমিকায় অজয় দেবগন , আসছে নয়া বায়োপিক

ভারতীয় ফুটবল খেলোয়াড় তথা জাতীয় দলের কোচ সইদ আব্দুল রহিমের বায়োপিক তৈরি হতে চলেছে বলিউডে। নাম ভূমিকায় থাকছেন অজয় দেবগণ। জি স্টুডিওর সঙ্গে হাত মিলিয়ে ছবির প্রযোজনায় থাকছেন বনি কাপুর, আকাশ চাওলা, জয় সেনগুপ্ত। ছবির পরিচালক অমিত শর্মা। ১৯৫০ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত সইদ ছিলেন দলের কোচ ছিলেন। তাঁর আমলে অলিম্পিকে ফুটবল টুর্নামেন্টে ভারত প্রথম দল হিসাবে পৌঁছেছিল সেমিফাইনালে। সেই ঘটনা ১৯৫৬ সালের। কিন্তু তারপরও বিজয় রথ থেমে থাকেনি সইদ আব্দুল রহিমের।

আব্দুল রহিমের কোচ থাকাকালীন ভারতীয় দলে সমাহার হয় একাধিক তারকা খেলোয়াড়ের। পিকে বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামী , অরুণ ঘোষের মতো তারকারা সেই সময়ে ভারতীয় দলের অঙ্গ ছিলেন। আব্দুল রহিমের চরিত্র ছাড়াও 'চাণক্য' ছবিতেও নাম ভূমিকায় থাকছেন অজয় দেবগণ। 'চাণক্য' ছবিটির পরিচালনায় রয়েছেন নীরব পাণ্ডে।

English summary
Ajay Devgn to portray Indian football coach Syed Abdul Rahim.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X