অ্যাশকে অভিষেক প্রেমের প্রস্তাব দিতেই হৃতিক কী করেছিলেন! মুখ খুললেন অভিনেত্রী
অন-স্ক্রিন রসায়ন যে কীভাবে অফস্ক্রিন প্রেমে পরিণত হতে পারে, তা বহু বার বহু যুগে দেখেছে বলিউড। বিভিন্ন সময়েই তারকারা জুটি বেঁধেছেন দাম্পত্যজীবনের চেনা পথে। এরকমই এক জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই। সদ্য তাঁদের প্রেম নিয়ে মুখ খুলে ফের একবার শিরোনামে অ্যাশ!

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে ঐশ্বর্য় জানিয়েছেন, 'গুরু' ছবির সেট থেকে তাঁদের প্রেম শুরু হয়। পরবর্তীকালে সেই সম্পর্ক বিয়ের পরিণতি পেয়ে যায়। সেই সময় ফিল্ম মুক্তির আগে অ্যাশকে প্রেমের প্রস্তাব দেন অভিষেক। ঐশ্বর্য জানান, 'আমরা সেই সময় খওয়াজা মেরে খওয়াজা (জোধা আকবর ফিল্মের গান) -র শ্যুটির করছিলাম। আর সেই সময় আমি কণের সাজে বসেছিলাম, আর ভাবছিলাম অনস্ক্রিন আর অফস্ক্রিনে একই সঙ্গে এ কী চলেছে!'এরপর অ্যাশ জানান, শ্যুটিং এর সময় পরিচালক আশুতোষ গোয়ারিকর ঐশ্বর্যের প্রেমের প্রসঙ্গ উত্থাপন করতেই হৃতিক 'থাম্বস আপ' দেখিয়ে বিষয়টির সমর্থন জানান।
[আরও পড়ুন:যৌন আবেদনে ফের খোলামেলা মোনালিসা! সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং-এ 'দুপুর বৌদি' ]
সেই ঘটনার কথা সদ্য এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন অ্যাশ। উল্লেখ্য, এই বছরেই আসতে চলেছে ঐশ্বর্য ও অভিষেক অভিনীত 'গুলাব জামুন'। ছবিতে বহু বছর পর ফের একবার এই তারকা দম্পতিকে দেখা যাবে স্ক্রিনে।
[আরও পড়ুন:(ছবি) অভিষেকের সঙ্গে কী কারণে সম্পর্ক নষ্ট হল তাঁর, মুখ খুললেন রানি]