
আবারও একসঙ্গে জুটি বাঁধছেন সোহম- পায়েল, তবে, কোন সিনেমায় দেখে মিলবে তাঁদের
আসন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাবে আয়ূষী তালুকদারকে। এই সিনেমায় সোহমের চরিত্রের নাম হয়েছে বিক্রম। সুপ্রতিষ্ঠিত বড়লোক ইঞ্জিনিয়ার সে। সংসারের স্ত্রীর সঙ্গে মনোমালিন্যর জন্য সম্পর্কের চিড় ধরে। নিজের মেয়েকে নিজেই মানুষ করছে। তাঁর বোনের চরিত্রের নাম শ্রেয়সী তাঁরই পরামর্শে আবারও বিয়ে করা কথা ভাবেন অভিনেতা। অনলাইন ম্যারেজ থেকে শুরু হয় পাত্রী খোঁজা। একটি মেয়ে সঙ্গে তাঁর বিয়ের কথা ঠিক হয়েই যায়। আর তাঁর মাঝে বুলবুলি নামে একজন বিক্রমের জীবনের আসে। তাঁর মিষ্টি বুলবুলিকে ভালোবেসে ফেলে। এবার কি করবে অভিনেতা। মেয়ের পছন্দই মানবে না ঠিক হয়ে যাওয়া বিয়েই তিনি করবেন। জানতে হলে দেখুন হারমানাহার।

অপরদিকে, ধারাবাহিক শেষ করার কিছুদিন তিনি বিরতি নিয়েছিলেন শন। তিনি তারপর তেরা মেরা রিস্তা মিউজিক ভিডিওতে কাজ করেছেন। এছাড়াও অভিনেতাকে ওয়েবসিরিজ দেখা গেছে। এবার শোনা যাচ্ছে তিনি শান্ত মিষ্টি ডাক্তার থেকে হয়ে উঠবেন ভিলেন। কি অবাক হলেন তো? ঠিকই শুনছেন বড়পর্দায় পা রাখতে চলেছেন অভিনেতা। তিনি এবার বিখ্যাত অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে অভিনয় করবেন সিনেমায়। সিনেমার নাম 'অন্তর্দৃষ্টি’। সিনেমাটি পরিচালনা করেছেন কবির লাল। সিনেমায় নেগেটিভ চরিত্রে দেখা মিলবে তাঁর। তাছাড়া এই সিনেমায় অভিনয় করবেন বাংলা ধারাবাহিক আয় তবে সহচরী সমরেশের চরিত্রে অভিনয় করা ইন্দ্রজিৎ চক্রবর্তীও।
'ভুল ভুলাইয়া ২’–এর সাফল্যের পর পারিশ্রমিক বাড়ালেন অভিনেতা কার্তিক আরিয়ান
স্প্যানিস ছবি 'জুলিয়াজ আইস’ থেকে এই ছবির ভাবনা নেওয়া হয়েছে। রিভেঞ্জ থ্রিলারধর্মী এই ছবিতে বাংলার পাশাপাশি মারাঠি, তেলেগু এবং কন্নড় ভাষায়ও মুক্তি পাবে বলেও জানা গিয়েছে। মূলত একটি অন্ধ মেয়ে, তাঁর বোনের মৃত্যুর প্রতিশোধ কীভাবে নেবেন সেটাই গল্পের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে জানা গিয়েছে।