মোদীর পর এবার তাবড় 'সুপারস্টার' বেয়ার গ্রিলসের সঙ্গে অভিযানে নামছেন! জানেন তিনি কে
লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীকে দেখা গিয়েছিল বেয়ার গ্রিলসের 'ম্যান ভার্সেস ওয়াইল্ড' অনুষ্ঠানে। আর সেই ঘটনা ঘিরে গোটা দেশে শোরগোল পড়ে যায়। মোদীর পর এবার দেশের তাবড় সুপারস্টার রজনীকান্ত আসতে চলেছেন 'ম্যান ভার্সেস ওয়াইল্ড' অনুষ্ঠানে।

কর্ণাটকের বন্দিপুর জঙ্গল পড়ে কর্ণাটক থেকে তামিলনাড়ু যাওয়ার পথে। আর বিস্তীর্ণ এই এলাকায় বাঘ থেকে হাতি বিভিন্ন ধরণের জন্তুর বসবাস। আর সেই জায়গাতেই ২৭ জানুয়ারি থেকে এই শ্যুটিং এর জন্য বন্দিপুর ফরেস্ট বুক করা হয়েছে। অনুষ্ঠানের নাম 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'। 'ডিসকভারি' চ্যানেলের এই বিখ্যাত অনুষ্ঠানের শ্যুটিং এ বেয়ার গ্রিলসের সঙ্গে ছিলেন দক্ষিণের তারকা 'থালাইভা' রজনীকান্ত।
#WATCH Actor Rajinikanth arrives at Bandipur forest in Karnataka for a shoot of an episode of 'Man vs Wild' with British adventurer Bear Grylls pic.twitter.com/Eh2Lwd4BAI
— ANI (@ANI) January 28, 2020
শুধু রজনীকান্ত নন। এরপর এই জঙ্গলে শ্যুটিং এ থাকতে চলেছেন বলিউডের তাবড় অভিনেতা অক্ষয় কুমারও। জানা গিয়েছে, কেরলের দিকে সুলতান বাথেরিতে অক্ষয়ের সঙ্গে শ্যুটিং -এ থাকবেন বেয়ার গ্রিলস। তবে এই অনুষ্ঠান কবে সম্প্রচারিত হবে,তা ওখনও জানা যায়নি।
British adventurer Bear Grylls arrives at Bandipur forest in Karnataka for a shoot with actor Rajinikanth for an episode of his show 'Man vs Wild'. pic.twitter.com/mIkSrOARSz
— ANI (@ANI) January 28, 2020