For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ধামাকা, নিষেধাজ্ঞাকে উড়িয়ে আজ প্রদর্শিত হবে 'এস-দূর্গা'

গোয়ার আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে এবার ''এস' দুর্গা' ও 'ন্যুড' নামে দু'টি ছবিকে বাদ দেওয়া হয়। এই নিয়ে বিতর্ক এতটাই চরমে ওঠে যে জুরি প্যানেলের চেয়ারম্যান সুজয় ঘোষ-সহ তিন জন পদত্যাগ করেন।

Google Oneindia Bengali News

আদালতের নির্দেশে খুলল নিষেধাজ্ঞার বেড়ি। অবশেষে গোয়ায় আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে 'এস-দূর্গা'। আজ সন্ধ্যা ৬টায় এই ছবিটি 'জুরি'-দের জন্য প্রদর্শিত করা হবে। ছবির সেন্সরড ভার্সন এবং সিবিএফসি-র সার্টিফিকেট শনিবারই গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের কাছে জমা করেছেন পরিচালক সানালকুমার শশীধরণ। ফেস্টিভ্যাল ডিরেক্টর সুনীত ট্যান্ডন-এর কাছে এই সব জিনিস জমা করেছেন বলে জানা গিয়েছে।

গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ধামাকা, নিষেধাজ্ঞাকে উড়িয়ে আজ প্রদর্শিত হবে 'এস-দূর্গা'

গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ধামাকা, নিষেধাজ্ঞাকে উড়িয়ে আজ প্রদর্শিত হবে 'এস-দূর্গা'

গোয়ার আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে এবার 'এস-দূর্গা' ও 'ন্যুড' নামে দু'টি ছবিকে বাদ দেওয়া হয়। এই নিয়ে বিতর্ক এতটাই চরমে ওঠে যে জুরি প্যানেলের চেয়ারম্যান সুজয় ঘোষ-সহ তিন জন পদত্যাগ করেন। এই ভাবে দুই সিনেমাকে বাতিল করে দেওয়া অনৈতিক বলেও তাঁরা অভিযোগ করেন।

গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ধামাকা, নিষেধাজ্ঞাকে উড়িয়ে আজ প্রদর্শিত হবে 'এস-দূর্গা'

গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ধামাকা, নিষেধাজ্ঞাকে উড়িয়ে আজ প্রদর্শিত হবে 'এস-দূর্গা'

গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ধামাকা, নিষেধাজ্ঞাকে উড়িয়ে আজ প্রদর্শিত হবে 'এস-দূর্গা'

গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি প্যানেলের ছয় সদস্যও বিষয়টিতে তথ্য-সম্প্রচার মন্ত্রকের হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছিলেন। বিষয়টি নিয়ে কেরল হাইকোর্টে মামলা করেন 'এস-দূর্গা'-র পরিচালক সানালকুমার শশীধরণ। জুরি-দের ছবির সেন্সরড ভার্সান-ও দেখানো হয়। এরপরই জুরি-দের মতামত নিয়ে গোয়ার আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব-কে 'এস-দূর্গা' প্রদর্শন করতে নির্দেশ দেয় কেরল হাইকোর্ট। সেইসঙ্গে এই ছবির উপর নিষেধাজ্ঞা বজায় রাখা নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আবেদনও খারিজ করে দেয়। আর আদালতের এই নির্দেশের জেরেই সোমবার সন্ধ্যায় 'এস-দূর্গা' প্রদর্শিত হতে চলেছে। ২৮ তারিখ শেষ হচ্ছে গোয়ার আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব।

English summary
A screening of the controversial film S Durga has been scheduled for the Indian Panorama jury here on Monday at 6.00 pm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X