For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেবের ছবিতে সিবিএফসি-র কাঁচি! আপত্তি উঠল কোন ঘটনা ঘিরে

ফের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর বিধি নিষেধের গেরোয় পড়ল আরও একটি ফিল্ম। এবার কোপ পড়ল দেবের 'হইচই আনলিমিটেড' ছবিটির উপর।

  • |
Google Oneindia Bengali News

ফের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর বিধি নিষেধের গেরোয় পড়ল আরও একটি ফিল্ম। এবার কোপ পড়ল দেবের 'হইচই আনলিমিটেড' ছবিটির উপর। এর আগে ,অমর্ত্য সেনকে নিয়ে তৈরি সুমন ঘোষের তথ্য চিত্রের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছে। সেই সময় গুজরাত শব্দটি ঘিরে আপত্তি তোলে সিবিএফসি। আর এবার দেবের 'হইচই আনলিমিটেড' -এ ব্যবহৃত 'উত্তর প্রদেশ' শব্দটি নিয়ে আপত্তি তোলা হয়েছে।

দেবের ছবিতে সিবিএফসি-র কাঁচি! আপত্তি উঠল কোন ঘটনা ঘিরে

সিবিএফসি-র নির্দেশে 'উত্তর প্রদেশ' শব্দটিকে ছবি থেকে ছাঁটতে রাজি হয়েছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। তবে পরিচালক অবাক অন্য বিষয় নিয়ে। 'হইচই আনলিমিটেড'-এ একটি রাজ্যের নাম নিয়ে আপত্তি উঠছে যখন , তখন এই ছবিতেই ব্যবহৃত 'মিত্রোঁ', 'মন কি বাত', 'আচ্ছে দিন'-এর মতো শব্দ সিবিএফসি-র কাঁচি যায়। এমন ঘটনা রীতিমত অবাক করেছে অনিকেত চট্টোপাধ্যায়কে। এদিকে, ছবিতে উত্তর প্রদেশ নিয়ে একটি সংলাপকে ঘিরে আপত্তি তুলেছে সিবিএফসি। যে সংলাপে 'মরাল পুলিশ'-এর সঙ্গে 'উত্তর প্রদেশ' কথাটির সংযোগ রয়েছে। আর এই সংলাপেই আপত্তি সিবিএফসি-র।

[আরও পড়ুন: গণেশ চতুর্থী উপলক্ষ্যে আবেগঘন সোনালী! কোন বার্তা দিলেন অভিনেত্রী][আরও পড়ুন: গণেশ চতুর্থী উপলক্ষ্যে আবেগঘন সোনালী! কোন বার্তা দিলেন অভিনেত্রী]

এর আগে সুমন ঘোষের ছবি ছাড়াও,বাংলা ছবি 'পিউপা'-ও সিবিএফসি-র গেরোয় পড়ে যায়। শেষমেশ পরিচালকে ও জুরি বিদ্যা বালানের সমস্যা কাটিয়ে ওঠে 'পিউপা'। উল্লেখ্য, শুধু বাংলা ছবি নয়। কয়েক মাস আগে, হিন্দি ছবি 'পদ্মাবত' ঘিরেও বেশ কিছু বিতর্ক ওঠায় , সেই ছবিতেও কাট ছাঁট করতে বাধ্য করা হয় পরিচালক সঞ্জয়লীলা বনশালীকে।

[আরও পড়ুন:আম্বানিদের রাজকীয় গণেশ বন্দনায় হাজির অমিতাভ থেকে রেখা! আর কোন বলি-তারকা ছিলেন , দেখে নিন][আরও পড়ুন:আম্বানিদের রাজকীয় গণেশ বন্দনায় হাজির অমিতাভ থেকে রেখা! আর কোন বলি-তারকা ছিলেন , দেখে নিন]

English summary
The Central Board of Film Certification (CBFC) will not allow a disparaging reference to “Uttar Pradesh” in a Bengali comedy starring Trinamool Congress MP Dev as it has found the usage to be against the interests of “national integrity”.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X