For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনাকে জয় করে হাসপাতাল থেকে ছাড়া পেলেন অমিতাভ বচ্চন, টুইট করে জানালেন অভিষেক

করোনাকে জয় করে হাসপাতাল থেকে ছাড়া পেলেন অমিতাভ বচ্চন, টুইট করে জানালেন অভিষেক

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে জয়ী হয়ে এবার সত্যি হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। রবিবার তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

করোনাকে জয় করে হাসপাতাল থেকে ছাড়া পেলেন অমিতাভ বচ্চন, টুইট করে জানালেন অভিষেক


অমিতাভ বচ্চন গত ১১ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হন এবং তাঁকে এরপরই নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতাল থেকেই অমিতাভ বচ্চন ক্রমাগত তাঁর ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সক্রিয় ছিলেন। তবে শুধু অমিতাভই নয়, করোনায় আক্রান্ত হয়ে নানাবতীতে ভর্তি হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা বচ্চন ও অভিষেকও ৷ অভিষেকই টুইট করে অমিতাভের বাড়ি ফেরার খবর দিলেন ৷ যদিও ছাড়া মেলেনি পুত্র অভিষেকের। তাঁর রিপোর্ট ফের পজিটিভ আসায় তাঁকে হাসপাতালেই থাকতে হয়েছে। ‌

টুইট করে অভিষেক লিখেছেন, '‌বাবার রেজাল্ট নেগেটিভ এসেছে ৷ তিনি এখন সুস্থ ৷ তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে ৷ বাড়িতেই তিনি এখন বিশ্রাম নেবেন ৷’ রবিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাঁর বাসভবন জলসায় যাওয়ার পর অমিতাভ বচ্চন টুইট করে বলেন, 'আমার কোভিড–১৯ নেগেটিভ এসেছে এবং আমায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমায় বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকতে হবে।ভগবানের দয়া, আমার মা, বাবার প্রার্থনা ও কাছের মানুষ ও ভক্তদের ভালোবাসায় আমি ঠিক হয়ে উঠেছি। নানাবতী হাসপাতালের যত্ন ও চিকিৎসার কারণে আজ এই দিনটা দেখতে পারছি।’‌

‌হাসপাতালে দিন-যাপনের সময়টিতে নিজের ব্লগে, সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্কে সবসময় আপডেট দিতেন অমিতাভ ৷ বার বার ফ্যানেদের ধন্যবাদও জানিয়েছেন তিনি ৷ তবে এরই মাঝে এক নেটিজেনকে বাঁকা কথা বলায় বিতর্কের মুখে পড়েছিলেন বিগ বি ৷ তারইমধ্যে গুজব ছড়িয়েছিল, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে সিনিয়র বচ্চনের। যদিও পরে একটি টুইট বার্তায় তিনি বলেন, 'এই খবর অসত্য, দায়িত্বজ্ঞানহীন, ভুয়ো এবং অমার্জনীয় মিথ্যা।’ অবশেষে রবিবার সত্যি করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন বলিউডের বিগ বি।

কঙ্গনা রানাওয়াতের বাড়ির পাশে চলল গুলি, তাও পুলিশি নিরাপত্তা পেলেন না অভিনেত্রীকঙ্গনা রানাওয়াতের বাড়ির পাশে চলল গুলি, তাও পুলিশি নিরাপত্তা পেলেন না অভিনেত্রী

English summary
after defeating corona amitabh bachchan was discharge from the hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X