যৌন হেনস্থা নিয়ে নীহারিকার তোপের পর বিপাকে নওয়াজ! ফিল্ম মুক্তি ঘিরে ধোঁয়াশা
অভিনেত্রী নীরাহিকা সিং কিছুদিন আগেই নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। নওয়াজ ছাড়াও নীরাহিকার তোপের মুখে ছিলেন সাজিদ খান থেকে ভূষণ কুমাররা। তবে প্রাক্তন প্রেমিক নওয়াজউদ্দিনের বিরুদ্ধে তাঁকে বিকৃত যৌন আকাঙ্খী বলেও ইঙ্গিত করেন নীহারিকা। আর তার জেরেই চরম বিপাকে পড়েছেন নওয়াজ।

শোনা যাচ্ছে, নওয়াজের বিরুদ্ধে নীহারিকার তোপের পর এবার নড়েচড়ে বসেছে ফ্য়ান্টম ফিল্মস কর্তৃপক্ষ। এই প্রযোজনা হাউসের তরফে এবার অনির্দি্দষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে নওয়াজ অভিনীত ছবি 'ঘুমকেতু'। যদিও প্রযোজনা সংস্থা নিজেই জর্জরিত একাধিক যৌন হেনস্থার ঘটনায়। যৌন হেনস্থার ঘটনায় এই প্রযোজনা সংস্থার অন্যতম সদস্য পরিচালক বিকাশ বহেল অভিযুক্ত। আর সেই কারণে প্রযোজনা সংস্থা থেকে বেরিয়ে এসেছেন অন্যান্য অংশিদাররাও। এরপর আবার নওয়াজউদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে ফের বিপাকে সংস্থা।
উল্লেখ্য, সামনেই নওয়াজের ফিল্ম 'মতিচুর চকনাচুর' ছবির মুক্তি। কিন্তু তার আগে যৌন হেনস্থা নিয়ে নতুন করে বিপাকে নওয়াজউদ্দিন। যা ঘিরে তাঁর কেরিয়ারে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।