For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিতা-কন্যা জুটির এই প্রথম বিজ্ঞাপনী ভিডিও তুলে নেওয়া হল, কেন জানেন

প্রথমবার অনস্ক্রিনে এসেছিলেন বচ্চন বংশের আরেক সদস্য শ্বেতাকে। অমিতাভ কন্যা শ্বেতার প্রথম অভিনয়ের ভিডিও-র ওপরেই এবার ঝুলল খাড়া! অমিতাভ ও শ্বেতা অভিনীত কল্যাণ জুয়েলার্সের বিজ্ঞাপন তুলে নিল কর্তৃপক্ষ।

Google Oneindia Bengali News

প্রথমবার অনস্ক্রিনে এসেছিলেন বচ্চন বংশের আরেক সদস্য শ্বেতাকে। অমিতাভ কন্যা শ্বেতার প্রথম অভিনয়ের ভিডিও-র ওপরেই এবার ঝুলল খাড়া! অমিতাভ ও শ্বেতা অভিনীত কল্যাণ জুয়েলার্সের বিজ্ঞাপন তুলে নিল কর্তৃপক্ষ।

পিতা-কন্যা জুটির এই প্রথম বিজ্ঞাপনী ভিডিও তুলে নেওয়া হল, কেন জানেন

বিজ্ঞাপনে দেখানো হয়, একজন বৃদ্ধ সৎ ব্যক্তি (অমিতাভ বচ্চন) ব্যাঙ্কে গিয়েছেন মেয়ে শ্বেতার হাত ধরে। ব্যাঙ্কের অ্যাকাউন্টে বাড়তি টাকা জমা পড়ায় সেই টাকা তিনি ব্যাঙ্ককে ফেরত দিতে যান। তবে সেই কাজটিতে সাহায্য পাননা ব্যাঙ্ক কর্মীদের। আর বিজ্ঞাপনের এই অংশ নিয়েই আপত্তি তোলেন ব্য়াঙ্ক কর্মীরা। দেশের বিভিন্ন জায়গা থেকে উঠে আসে ব্যাঙ্ক কর্মীদের আপত্তি। অনেকে দাবি তোলেন এই ধরনের বিজ্ঞাপন ব্য়াঙ্কের প্রতি গ্রাহকদের আস্থা কমিয়ে দিচ্ছে। শেষমেশ বিজ্ঞাপনটি তুলে নিতে বাধ্য হয় কল্যাণ জুয়েলার্স কর্তৃপক্ষ।

উল্লেখ্য, শ্বেতা বচ্চনের সঙ্গে অমিতাভের এই অ্যাড যেদিন প্রথমবার প্রকাশ্যে আসে, সেদিন উচ্ছ্বসিত ছিলেন বিগ বি।

উল্লেখ্য, গত সপ্তাহে 'অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন ' বিষয়টি নিয়ে কল্যাণ জুয়েলার্স কর্তৃপক্ষকে তোপের মুখে ফেলে। তারা দাবি তোলে এটি অসম্মানজনক বিজ্ঞাপন। সেই সময়ে ফেডারেশনের দাবি খারিজ করে কল্যাণ জুয়েলার্স কর্তৃপক্ষ। তবে পরে তারা,এই বিজ্ঞাপন তুলে নিতে বাধ্য হয়।

English summary
After being called 'disgusting', Amitabh Bachchan and Shweta Nanda's jewellery ad taken down by the makers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X