
২৬ দিন পর জামিন পরীমণির, এই তিন কারণের জন্য জামিন পান বাংলাদেশী অভিনেত্রী
প্রায় ২৬ দিন পর জেল থেকে বেড়িয়ে খোলা আকাশের নীচে দাঁড়ালেন বাংলাদেশী অভিনেত্রী পরীমণি। ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল ১০টা নাগাদ বাংলাদেশের গাজিপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকের বাইরে পা রাখেন তিনি।

তিন বিবেচনায় জামিন পান অভিনেত্রী
প্রসঙ্গত, মঙ্গলবার (৩১ অগাস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমণির জামিন মঞ্জুর করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেন। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকা চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণিকে তিনটে ক্ষেত্রে জামিন দেওয়া হয়। আদালত জানিয়েছে প্রথমত তিনি একজন নারী, দ্বিতীয়ত তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং তিন তিনি একজন অভিনেত্রী। এই তিন বিবেচনায় জামিন দিয়েছে আদালত।

বুধবার জামিন পান পরীমণি
বুধবার কারাগারের সুপার হালিমা খাতুন জানিয়েছেন যে মঙ্গলবার অভিনেত্রী জামিন পেলেও তাঁর সমস্ত কাগজপত্র এসে পৌঁছায়নি। ফলে তাঁকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। বুধবার সকালে জামিনের নথিপত্র যাচাইয়ের পর অভিনেত্রীকে মুক্তি দেওয়া হয়। বুধবার পরীমণির পরিবারের লোকেরা আসেন তাঁকে নিতে। সাদা পোশাক, মুখে মাস্ক, ব্যান্ডানা পরে বেরিয়ে আসেন পরীমণি। ভক্তদের ভিড় তখন কারাগার চত্ত্বরে। সকলের দিকে চেয়ে হাতও নাড়ান বাংলাদেশী অভিনেত্রী।

কোনও সত্য উদঘাটন হয়নি
পরীমণির আইনজীবী মজিবুর রহমান বলেন, 'পরীমণিকে সাত দিনের রিমান্ডে অলরেডি নেওয়া হয়েছে। কিন্তু এই রিমান্ডে নেওয়ার পরও কোনও তথ্য উদঘাটন করা যায়নি। রিমান্ডে থাকার কারণে পরীমণির অবস্থা অবনতির দিকে গিয়েছে। তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েছেন।' পরীমণি কারাগারে থাকার কারণে তার অনেক (সিনেমার) কাজ বন্ধ রয়েছে দাবি করে তার আইনজীবী বলেন, 'তিনি অনেক ছবির কাজ করেছেন। কারাগারে থাকার কারণে 'প্রীতিলতা' নামের একটি সিনেমায় তিনি কাজ করতে পারছেন না। তিনি একজন নারী, তিনি জামিন পেতে পারেন। এছাড়া আসামি যদি নারী, শিশু অথবা বিকলাঙ্গ হয় তাহলে আদালত জামিন দিতে পারেন।'

গ্রেফতার পরীমণি
প্রসঙ্গত, গত ৪ অগাস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাব। অভিযানে ভয়াবহ মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয়। পরীমণির ড্রয়িংরুমের আলমারি, শোকেস এবং ডাইনিংরুম, বেডরুমের সাইড টেবিল ও বাথরুম থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয়ে। পরীমণি গ্রেফতারের পর উত্তাল হয়ে ওঠে গোটা বাংলাদেশের শিল্পী জগত। অনেকেই দাবি করেন যে জামিন দেওয়া হোক
ছবি সৌ:ফেসবুক