For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আল্পস বুম্বার ফিল্মি কেরিয়ারে সবচেয়ে কঠিন লোকেশন, জানুন 'ইয়েতি অভিযান' শ্যুটিং এর অজানা গল্প

গতবছর পুজের মরশুমেই এই জুটি নিয়ে এসেছিল 'জুলফিকার', আর এবছর পুজোয় দর্শকদের কাকাবাবু সিরিজের দ্বিতীয় ছবিটি উপহার দিতে চলেছে সৃজিত-প্রসেনজিৎ জুটি।

  • |
Google Oneindia Bengali News

'অটোগ্রাফ' ছবি থেকে শুরু সৃজিত-প্রসেনজিৎ-এর একসঙ্গে পথ চলা। তারপর বাংলার ছবির দর্শকরা পেয়েছে 'বাইশে শ্রাবণ',' মিশর রহস্য',' জুলফিকার'-এর মতো সিনেমা। গতবছর পুজোর সময় বুম্বা-সৃজিৎ জুটি নিয়ে এসেছিল 'জুলফিকার', আর এবছর পুজোয় দর্শকদের কাকাবাবু সিরিজের দ্বিতীয় ছবিটি উপহার দিতে চলেছে তাঁদের জুটি। ছবিতে কাকাবাবুর গল্প যেমন একটি ইউএসপি তেমনই বরফ মোড়া মঁ ব্লাঁ-ও দর্শকদের আকর্ষণ করবে বলেই মনে করছেন সৃজিৎ। মাটি থেকে ১২০০ ফুট উঁচুতে 'ইয়েতি অভিযান'-এর শ্যুটিং কাহিনিও কম রোমাঞ্চকর নয়।

'ইয়েতি অভিযান' নিয়ে পর্দার আড়ালের কিছু তথ্য

তবে আল্পসের উপরে ছবির আউটডোর করাটা মোটেও সহজ ছিল না সৃজিতদের পক্ষে। সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছিল আল্পসের বরফ। কোথাও ৩ ইঞ্চি বরফ, কোথাও বা ৩ মিটার বরফ। তা পেরিয়ে শ্যুটিং। সৃজিতের জেদ ছিল কোনও ভাবেই তাঁরা কোনও শট কম্পিউটারে শ্যুট করবেন না। রিয়েল লোকেশনই একমাত্র পছন্দ ছিল তাঁর।

এদিকে, প্রসেনজিতের পক্ষেও বরফে একটা পা না রেখে চলতে চলতে অভিনয় করাও সহজ ছিল না। তবে তিনি তা স্বচ্ছন্দে করেছেন, বলে দাবি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের।

'ইয়েতি অভিযান' নিয়ে পর্দার আড়ালের কিছু তথ্য

শ্যুটিং-এর একটা সময়ে পা ও কোমরে যন্ত্রণাও অনুভব করেছেন প্রসেনজিৎ। তবু থামেননি। এই গোটা আউটডোরের রোমাঞ্চে 'সন্তুর' চরিত্রে অভিনয় করা আরিয়ানকে খুবই ভরসার জায়গায় রেখেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

'ইয়েতি অভিযান' নিয়ে পর্দার আড়ালের কিছু তথ্য

গোটা শ্যুটিং টিমকে স্থানীয়রা পরামর্শ দিয়েছিলেন বরফের রঙ দেখে এগোনোর। কিন্তু কাজের মধ্যে সকলে এতটাই ডুবে ছিলেন যে সেইসব পরামর্শ মানা যায়নি। এমনকী দ্বিতীয়বার টেকের জন্য মাঝখানে পাওয়া ৪০ মিনিট সময়ও বসতে পারেননি। কারণ আল্পসের ওপরে বসার চেয়ার নেওয়া সম্ভব ছিল না। তবে সব মিলিয়ে বেশ অভিজ্ঞতা পূর্ণ আউটডোর ছিল 'ইয়েতি অভিযানের' শ্যুটিং।

'কাকাবাবু'র স্ট্রষ্টা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সিরিজের ওপর আধারিত এই ছবির ট্রেলার মুক্তির পর থেকেই শোরগোল ফেলেছে । এবার বাকি সাফল্যের খতিয়ান জানাবে বক্স অফিস।

English summary
major part of Yeti Obhijaan's shoot took place on the Gorokshet plateau -on the way to the basecamp of Mt Everest. Since in the film, the adventure mostly takes place inside a dome made of stone around 12,000 ft above sea level in the Swiss Alps, the art team was faced with a colos sal challenge.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X