For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ ভারতীয় সুন্দরী যারা বলিউডে কেরিয়ার গড়তে গিয়ে ব্যর্থ হয়েছেন

দক্ষিণ ভারতীয় সুন্দরী যারা বলিউডে কেরিয়ার গড়তে গিয়ে ব্যর্থ হয়েছেন

  • |
Google Oneindia Bengali News

যে কোন অভিনেতার বলিউডে একটি পাকাপোক্ত স্থান করে নেওয়া স্বপ্ন হয়ে থাকে। বলিউডে একবার জায়গা করে নিতে পারলেই জীবনের চরম সাফল্য।

দক্ষিণ ভারতীয় সিনেমার বেশিরভাগ তারকাদের লক্ষ্য থাকে বলিউডে সুনিশ্চিত কেরিয়ার গড়ে তোলার। অভিনেতারা বলিউডে চান্স পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেন। বলিউড ইন্ডাস্ট্রি বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র শিল্প। লক্ষ লক্ষ মানুষ এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। বিশাল ফ্যান ফলোয়িং এবং অর্থের কারণে, প্রতিটি দক্ষিণ ভারতীয় অভিনেত্রী বলিউডের পরিচালকদের সঙ্গে কাজ করার ইচ্ছা রাখেন। অনেক আভিনেতা বা অভিনেত্রী রয়েছেন যারা বি-টাউনে অভিনয় দিয়ে দর্শকের মনে ছাপ ফেলেছেন আবার কেউ সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এখানে সেই সকল দক্ষিনী সুন্দরীদের কথা বলা হয়েছে যারা হিন্দি বলয়ে অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করতে ব্যর্থ হয়েছেন।

পূজা হেগড়ে

পূজা হেগড়ে

পূজা হেগড়ে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় আভিনেত্রী। তাকে মূলত তেলুগু এবং হিন্দি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে। তিনি ২০১২ সালে প্রথম মাইসকিনের তামিল সুপারহিরো চলচ্চিত্র মুগামুদীতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেন। অভিনেত্রী আশুতোষ গোয়ারিকরের ছবি মহেঞ্জোদাড়ো দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করার পর বেশ কয়েকটি সিনেমাও করেন কিন্তু বি-টাউনে চাপ ফেলতে পারেনি তার অভিনয় দক্ষতা।

কাজল আগরওয়াল

কাজল আগরওয়াল

কাজল আগরওয়াল দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। দখিণের শীর্ষ স্থানীয় অভিনেতাদের সঙ্গে অনেক কাজ করেছেন তিনি। কাজলকে বলিউডের সিংঘম, স্পেশাল ২৬-এর মতো ছবিতে দেখা যায়। এরপরেও বেশ কয়েকটি হিন্দি সিনেমাতে তাকে দেখা গেলেও দখিণের মতো স্বীকৃতি বলিউড থেকে পাননি অভিনেত্রী।

তামান্না ভাটিয়া

তামান্না ভাটিয়া

বাহুবলি-র 'অবন্তিকা'-কে মনে আছে? যিনি মহেন্দ্র বাহুবলির সঙ্গে কাধে কাধ মিলিয়ে পর্দায় দাপিয়ে বেড়ান। বাহুবলীর সুন্দরী তামান্না ভাটিয়া কিন্তু হিম্মতওয়ালা, অ্যাকশন-এর মত সিনেমায় নজর কেড়েছেন। বলিউডের বেশ কয়েকটি সিনেমা করা সত্ত্বেও, বি-টাউনে তেমন সাফল্য অর্জন করতে পারেন নি অভিনেত্রী।

রাকুল প্রীত সিং

রাকুল প্রীত সিং

রাকুল প্রীত সিং শুধু হিন্দি নয়, তেলেগু, তামিল এবং কন্নড় সিনেমায় কাজ করেছেন। বলিউডে কেরিয়ার শুরু করার আগে তিনি দক্ষিণ ভারতে সিনেমা দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি আল্লু অর্জুন, মহেশ বাবু এবং আরও অনেকের মতো তেলুগু ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। দর্শকদের ব্লকবাস্টার মুভি উপহার দিয়েছেন। বলিউডে একাধিক ছবিতে দেখা যায় রকুলকে। কিন্তু তার হিন্দি ছবিগুলো কোনটাই বলিউডে প্রশংসা পায়নি।

 শ্রুতি হাসান

শ্রুতি হাসান

সিনেমায় আত্মপ্রকাশ শৈশবেই। বাবা কমল হাসনের পরিচালনায় তিনি অভিনয় করেন 'হে রাম'-এ। বড় হয়ে তাঁকে নায়িকা হিসেবে প্রথম দেখা গিয়েছে ২০০৮ সালে ইমরান খানের বিপরীতে 'লাক' ছবিতে।

কিন্তু সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে দক্ষিণ ভারতীয় সিনেমায় নাম রয়েছে অভিনেত্রীর। বলিউডের শীর্ষস্থানীয় তারকাদের মধ্যে তার নাম না থাকলেও দক্ষিণে শ্রুতির জনপ্রিয়তা তুঙ্গে।

পার্বতী

পার্বতী

পার্বতী অবশ্যই দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান অভিনেত্রী। পার্বতীকে বলিউড চলচ্চিত্র কারিব কারিব সিঙ্গেল এই সিনেমায় অভিনয় করতে দেখা গেছে।

কিন্তু মুভিটি প্রেক্ষাগৃহে তেমন সারা ফেলে নি। পরবর্তীতে বি-টাউনে অভিনেত্রীকে তেমন কোন প্রজেক্টে কাজ করতে দেখা যায় নি।

 হনসিকা মোতওয়ানি

হনসিকা মোতওয়ানি

বলিউডে শিশুশিল্পী হিসাবে বেশ কিছু ভালো কাজ করলেও নায়িকা হিসাবে তেমন একটি সুবিধা করতে পারেননি হানসিকা। ২০০৩ এবং ২০০৪ সালে "হাওয়া", "কোয়ি মিল গ্যায়", "আবরা কা ডাবরা", "জাগো" এবং "হাম কন হ্যায়" সিনেমায় তাকে শিশুশিল্পী হিসেবে দেখা যায়। তবে বলিউডে কেরিয়ার না গড়তে পারলেও দক্ষিণের জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী। তামিল, তেলেগু মিলিয়ে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি।

 তৃষা কৃষ্ণন

তৃষা কৃষ্ণন

অভিনেত্রী তৃষা দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়। তাকে অক্ষয় কুমারের সাথে খাট্টা মিঠা সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তৃষা নিজেকে একজন প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু বলিউডে নিজের জন্য পাকাপোক্ত স্থান গড়ে তুলতে পারেন নি তৃষা।

 শ্রিয়া সরণ

শ্রিয়া সরণ

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় নাম শ্রিয়া সরণ। তিনি দক্ষিণে একাধিক হিট সিনেমার মধ্য দিয়ে মুগ্ধ করেছেন ভক্তদের। হিন্দি বলয়ে একাধিক সিনেমায় দেখা গেছে শ্রিয়াকে। অজয় দেবগণের সাথে দৃশ্যমে সকলের নজর কেড়েছেন তিনি। কিন্তু দু:খের বিষয় বলিউডে তার ব্যর্থতাই সকলের নজরে পড়ে।

বলি তারকা যারা কলেজ শেষ না করেই চলচ্চিত্রে কেরিয়ার গড়ে তোলেনবলি তারকা যারা কলেজ শেষ না করেই চলচ্চিত্রে কেরিয়ার গড়ে তোলেন

English summary
actresses from the south have failed to build their careers in bollywood
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X