For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কঠিন অসুখে আক্রান্ত শ্রুতি, সে কথা নিজেই জানালেন তিনি!

  • |
Google Oneindia Bengali News

শ্রুতি হাসান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) এবং এন্ডোমেট্রিওসিসের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। হরমোনজনিত সমস্যার সম্মুখীন হচ্ছেন তিনি, এটা একটি কঠিন লড়াই বলে জানান শ্রুতি। তবে, তিনি কিন্তু একদমই ভেঙে পড়েননি।

ইনস্টাগ্রামে কী শেয়ার করলেন শ্রুতি

ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করার সময় শ্রুতি তার স্বাস্থ্যের সমস্যাগুলি শেয়ার করেছেন। এই ভিডিওতে তাঁকে ব্যায়াম করতে দেখা যাচ্ছে। তিনি তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, 'আমি পিসিওএস এবং এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত। প্রায় বেশিরভাগ মহিলা জানেন যে এটি ভারসাম্যহীনতা, প্রদাহ এবং বিপাকীয় চ্যালেঞ্জগুলির সঙ্গে একটি কঠিন লড়াই।'

 অভিনেত্রী আরও জানান

অভিনেত্রী আরও জানান

শ্রুতি তাঁর পোস্টে আরও লেখেন, এটি একটি স্বাভাবিক বিষয়। এবং তিনি নিজেকে এর জন্য প্রস্তুত করছেন। তিনি বিশ্বাস করেন যে তিনি ভাল খাওয়া, পর্যাপ্ত ঘুম এবং ব্যায়াম করে নিজেকে ফিট রাখবেন। তিনি জানান আমার শরীর এখন পুরোপুরি সুস্থ নয় তবে, আমার মন পুরোপুরি সুস্থ আছি । তিনি সকলের উদ্দেশ্যে বলেন, ফিট থাকুন, সুখী থাকুন। আমি আপনাদের সবার সঙ্গে এটি শেয়ার করতে পেরে খুব খুশি হলাম।

কী এই PCOS

কী এই PCOS

কিন্তু কি এই পিসিওএস? PCOS হল এক ধরনের হরমোনজনিত ব্যাধি। এতে মহিলাদের ডিম্বাশয়ের আকার বৃদ্ধি পায়। এর সাহায্যে এর বাইরের স্তরে ছোট ছোট সিস্ট (নোডিউল) তৈরি হতে শুরু করে। এই পিণ্ডগুলো ছোট থলি আকৃতির হয়। ধীরে ধীরে এই পিণ্ডগুলি বড় হতে শুরু করে এবং তারপরে তারা ডিম্বস্ফোটন প্রক্রিয়াকে বাধা দেয়। পিরিয়ডস এই সময়ে সঠিকভাবে হয় না। এর ফলে বন্ধ্যাত্বের সমস্যাও দেখা দেয়। মানে গর্ভধারণের সম্ভাবনা কমে যায়। PCOS-এ, গোনাডোট্রপিন বৃদ্ধি পায়। এটি ডায়াবেটিস বা স্থূলতাও হতে পারে।

সালার ছবিতে দেখা যাবে শ্রুতিকে

সালার ছবিতে দেখা যাবে শ্রুতিকে

বলা বাহুল্য, প্রভাসের সঙ্গে 'সালার' ছবিতে দেখা যাবে শ্রুতিকে। কিছুদিন আগে 'ভাকিল সাব' ছবিতে দেখা গিয়েছিল শ্রুতিকে।তাকে শীঘ্রই প্রশান্ত নীলের পরিচালনায় 'সালার'-এ প্রভাসের বিপরীতে দেখা যাবে । এই ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শ্রুতি। তিনি ছবি নিয়ে জানিয়েছেন, অ্যাকশন, ইমোশন, থ্রিল সবকিছুই রয়েছে এই ছবিতে। ২০০৯ সালে 'লাক' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় শ্রুতির। এরপর তিনি 'ডি-ডে', 'রামাইয়া ভাস্তাভাইয়া', 'গব্বর ইজ ব্যাক' এবং 'ওয়েলকাম ব্যাক'-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি।

কেউ খান পোহা আবার কেউ নেন পরোটা, ব্রেকফাস্টে থাকে তারকাদের পছন্দের খাবারকেউ খান পোহা আবার কেউ নেন পরোটা, ব্রেকফাস্টে থাকে তারকাদের পছন্দের খাবার

English summary
actress shruti haasan is battling a serious illness she said it is a tough fight
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X