শরীরচর্চায় ব্যস্ত অভিনেত্রী মিমি, ভাইরাল ভিডিও
সংসদ ও টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে প্রায় সকলেই চেনেন শুধু চেনা নয় তাকে পছন্দ করেন প্রায় সবাই। তাঁর মিষ্টি হাসিতে ভোলে অনেকেই। এবার তিনি বলিউড ছবিতে ডেবিউ করতে চলেছেন। ইতিমধ্যেই বাংলাদেশের অভিনেতার বিপরীতে মিমি কাজ করেছেন মিউজিক ভিডিওতে। তাছাড়া তিনি শরীর সম্পর্কে যথেষ্ট সচেতন। যোগাসনের তিনি এখন মন দিয়েছেন, এবার এমনই ভিডিও ইনস্টাগ্রামের শেয়ার করেছেন। যা দেখে তাঁর ভক্তরা খুব খুশি।

ভিডিও দেখা যাচ্ছে নিজের বাড়ির বারান্দায় বসে, যোগা ম্যাটের উপর বসে শরীর চর্চায় ব্যস্ত তিনি। তিনি পরে আছেননীল রঙের স্পোটস ব্রা, এবং নীল রঙের জেগিংস।
সেই সঙ্গে হাতে রয়েছে স্মার্ট ওয়াচও। তাকে নানা ধরনের আসন করতে দেখা যাচ্ছে। অনেক ভক্তদের জানাচ্ছেন, শরীরচর্চায় ব্যস্ত তিনি। আবার অনেকে বলছেন, মিমি তাঁদের অনুপ্রেরণা।
শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত প্রথম হিন্দি ছবি শুটিং শেষ করেছেন মিমি চক্রবর্তী। উল্লেখ্য, ৬ মে মুক্তি পেয়েছে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী ও অয়ন্যা চট্টোপাধ্যায় অভিনীত 'মিনি’। ছবির পরিচালনা করেছেন পরিচালক মৈনাক ভৌমিক। সিনেমাটি মুক্তির অপেক্ষায় প্রায় সকলেই। মিমির সিনেমা বেরোলে সবাই একটু উদগ্রীব হয়ে থাকেন। এবার সোশ্যাল মিডিয়ায় মিমি একটি ভিডিও শেয়ার করেছেন।
সানি লিওনের রোজকার ডায়েটে কোন খাবার থাকে, জানেন?
ভাবছেন তো, ছবির গল্প কি নিয়ে? মিনি হল একটি বাচ্চা মেয়ে। তাঁরই মাসির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মিমিকে। সিনেমায় মিমির চরিত্রের নাম তিতলি। বন্ধুত্বের জন্য বয়সের জন্য কোন বাধা থাকে না। কার কত বয়সে, কার মাথায়, চিন্তাভাবনার বড় হওয়া দরকার সেটাই দেখা যাবে। এক মহিলার সঙ্গে এক শিশুর সুন্দরভাবে মিশে যাওয়া, বন্ধুত্বের মতো সম্পর্ক। তারই গল্প বলবে মিনি। আসন্ন ছবিটির প্রযোজনা করছেন সম্পূর্ণা লাহিড়ি ও রাহুল ভাঞ্জার সংস্থা 'স্মল টক আইডিয়াজ'। সিনেমার সঙ্গীত দেখেছেন মৈনাক মজুমদার, স্যাভি ও রণজয় ভট্টাচার্য। সিনেমায় অনেক গান গেয়েছেন সোমলতা আচার্য চৌধুরী, লগ্নজিতা চক্রবর্তী, সায়নী ও পৃথা। তবে, সিনেমাটি কেমন হবে সেদিকেই তাকিয়ে সকলে!