For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়াত স্বর্ণযুগের অভিনেত্রী ললিতা চট্টোপাধ্যায়

ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর জীবনাবসান হয়। গতকালই শারীরিক সমস্যা নিয়ে ভর্তি হন কলকাতার এক বেসরকারী হাসপাতালে ।

  • |
Google Oneindia Bengali News

ফের নক্ষত্র পতন বাংলা চলচ্চিত্রে । প্রয়াত স্বর্ণযুগের অভিনেত্রী ললিতা চট্টোপাধ্যায়। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর জীবনাবসান হয়। গতকালই শারীরিক সমস্যা নিয়ে ভর্তি হন কলকাতার এক বেসরকারী হাসপাতালে । আর তারপরই আজ তাঁর প্রয়াণের খবর আসে। স্বভাবতই শোকের ছায়া নেমে আসে চলচ্চিত্র মহলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

প্রয়াত স্বর্ণযুগের অভিনেত্রী ললিতা চট্টোপাধ্যায়

'আসছে আবার শবর' ছবিতোঁকে সাম্প্রতিককালে দেখা যায়। এছাড়াও 'জোনাকি' ছবিতে তিনি অভিনয় করেন। 'মেমসাহেব','ভিক্টোরিয়া নম্বর ২০৩' ইত্যাদি ছবিতে তাঁর অভিনয় মন কেড়েছে অনেকর। এর আগে একাধিক বাংলা ছবিতে উত্তম কুমারের সঙ্গে তাঁকে অভিনয় করেত দেখা যায়। শুধু বাংলা নয়, হিন্দি ছবিতেও তাঁর অভিনয় দক্ষতা প্রমাণিত হয়েছে। ১৯৬৯ সালে মুক্তি পায় তাঁর অভিনীত 'তলাশ' ছবিটি। পরবর্তী কালে ১৯৭২ সালে মুক্তি পায় 'ভিক্টোরিয়া নম্বর ২০৩'।১৯৬৪ সালে তাঁর প্রথম বাংলা ছবি 'বিভাস'। উত্তম কুমারের সঙ্গে ছবিটিতে অভিনয় করেন তিনি।

'আসা যাওয়ার মাঝে' ছবির পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তের পরবর্তী ছবি 'জোনাকি'-র জন্য তিনি শ্যুটিং করছিলেন বেশ কিছুদিন ধরে। প্রসঙ্গত,মঙ্গলবার রাতে 'ব্রেন স্ট্রোক'-এ আক্রান্ত হয়ে বাড়িতে পড়ে গিয়ে আহত হন বর্ষীয়ান এই অভিনেত্রী। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

English summary
Actress lalita chaterjee passed away .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X