For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোয় এবার 'শাড়ি' না 'ওয়েস্টার্ন'! ফ্যাশন নিয়ে কী প্ল্যান রয়েছে অভিনেত্রী অনিন্দিতার

'ভুতু' থেকে 'সীমারেখা' কিংবা 'বৃদ্ধাশ্রম' ধারাবাহিকের এই অভিনেত্রীকে সদ্য মুক্তি প্রাপ্ত বাংলা ছবি 'ক্রিসক্রস'-এ অনেকেই দেখেছেন। এবার দেখে নেওয়া যাক পুজো ফ্যাশন নিয়ে তাঁর প্ল্যান কী!

  • |
Google Oneindia Bengali News

কোথাও কোঁচর ভরে শিউলি কুড়োবার মজা, কোথাও রাত জেগে ঠাকুর দেখা আবার কেউ ব্যস্ত থাকেন ৪টি দিন কীভাবে পেট পুজো সারবেন ,..সেই নিয়ে। ছোট্ট ছোট্ট এই সমস্ত দৃশ্য মিলিয়েই বাঙালির দুর্গাপুজো। এখানেই শেষ নয়, আড় চোখের 'ঝারি' আর হাতে হাত রেখে প্যান্ডেল হপিং ছাড়া বাঙালির দুর্গাপুজো কি আর জমে! পুজো ঘিরে বাঙালির একাধিক প্ল্যান থাকে, যার মধ্যে মহিলা-মহলের কৌতূহল বেশি থাকে 'পুজ ফ্যাশন' নিয়ে।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসবের কাউন্টডাউন। অনেকেরই প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে পুজোর শপিং, অনেকেই চিন্তায় রয়েছেন এবছরের পুজোর ফ্যাশন নিয়ে।


'ওয়ানইন্ডিয়া বাংলা' খোঁজ নিয়েছে অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীর পুজোর শপিং এর হাল হকিকতের। 'ভুতু' থেকে 'সীমারেখা' কিংবা 'বৃদ্ধাশ্রম' ধারাবাহিকের এই অভিনেত্রীকে সদ্য মুক্তি প্রাপ্ত বাংলা ছবি 'ক্রিসক্রস'-এ অনেকেই দেখেছেন। এবার দেখে নেওয়া যাক পুজো ফ্যাশন নিয়ে তাঁর প্ল্যান কী!

আপনার কাছে ফ্যাশন স্টেটমেন্টের সংজ্ঞা কী ?

আপনার কাছে ফ্যাশন স্টেটমেন্টের সংজ্ঞা কী ?

অনিন্দিতা :যে পোশাকে আমি নিজে কম্ফর্টেবল ফিল করব, সেটাই আমার ফ্যাশন স্টেটমেন্ট। পাশাপাশি সিচুয়েশনের সঙ্গে সেই পোশাকটি যেন মানানসই হয়, সেদিকে নজর রাখি আমি।

 পুজোর কথায় আসি, ষষ্ঠী থকে সপ্তমী কী প্ল্যান?

পুজোর কথায় আসি, ষষ্ঠী থকে সপ্তমী কী প্ল্যান?

অনিন্দিতা :এই বছরটা নিয়ে প্রায় পনের বছর কলকাতায় আমি একা রয়েছি। আমার বাবা মা অন্য জায়গায় থাকেন। এখন আর প্যান্ডেল হপিং সেভাবে হয় না, তবে পুজো পরিক্রমায় জাজিং এর সাথে সাথে ঠাকুর দেখা হয়ে যায়। এছাড়া, আমার এক পরিচিত জয়দীপদা.. ওঁদের বাড়ির পুজোয় আমি বেশিরভাগ সময়টা কাটাই। প্রায় সাত আট বছর ধরে আমরা বন্ধুরা ওখানেই পুজো কাটাই। আর দশমীর দিন জয়দীপদাদের বাড়ির পুজোর প্রতিমা ভাসান ঘিরে হইচই আমাদের কাছে বড় আকর্ষণ।

আপনি তো হুগলির মেয়ে.. ছোটবেলার হুগলির পুজো আর বড়বেলার কলকাতার পুজোর মধ্যে পার্থক্য কিছু পান?

আপনি তো হুগলির মেয়ে.. ছোটবেলার হুগলির পুজো আর বড়বেলার কলকাতার পুজোর মধ্যে পার্থক্য কিছু পান?

অনিন্দিতা :সত্যি কথা বলতে, আমি ছোটবেলাতেও পুজোর সময় কলকাতাতেই থাকতাম। আমার দাদুর বাড়ি ছিল পার্ক সার্কাসে। তবে স্কুল ছুটি হওয়ার দিন পুজোর জামা পড়ে স্কুলে যাওয়ার মজাটাই আলাদা ছিল। এখনকার পুজোটাও আলাদা রকমের ভালো। তবে এখনকার পুজোয় একটা খারাপ লাগাও থাকে ... সেটা হল বাবা মার সঙ্গে সেভাবে সময় কাটাতে পারিনা পুজোর সময়।

পুজোয় এবার সাজগোজ নিয়ে কী প্ল্যান?

পুজোয় এবার সাজগোজ নিয়ে কী প্ল্যান?

অনিন্দিতা :আমি শাড়ি পড়তে ভালোবাসি। আর শাড়িটা ক্যারি করতে পারি বলেই আরও ভালোবাসি শাড়ি পরতে। যেহেতু সিরিয়ালে অভিনয়ের দরুন শাড়িটা পড়তেই হয়, তাই এবার পুজোয় লং সালওয়ার বা প্লাজো জাতীয় কিছু ট্রাই করার। তবে দশমীতে তো শাড়ি মাস্ট! এখনও ওয়াড্রোবে ৪ টি শাড়ি পড়ে রয়েছে। তাই ভেবে উঠতে পারিনি ঠিক করে...

 পুজোর শপিং কতদূর?

পুজোর শপিং কতদূর?

অনিন্দিতা :আমার প্রচুর ডিজাইনার বন্ধু রয়েছে। ওরা খুবই ব্যস্ত থাকে... তবুও প্রতি বছর লাস্ট মোমেন্টে গিয়ে ওদের বিরক্ত করি কিছু বানিয়ে দেওয়ার জন্য (হাসি)! এবছরও আশা করছি সেরকম কিছুই হবে!

শাড়ি একটা বড় ব্যাপার দুর্গা পুজোয়, তো আপনার এই নিয়ে কী প্ল্যান রয়েছে?

শাড়ি একটা বড় ব্যাপার দুর্গা পুজোয়, তো আপনার এই নিয়ে কী প্ল্যান রয়েছে?

অনিন্দিতা : হ্যান্ডলুমের শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। এছাড়া কটন বা মলমলের ওপর হেভি ওয়ার্কের শাড়িও আমার পছন্দ। তবে দুর্গপুজোয় একটা ট্র্যাডিশনাল শাড়ি তো থাকেই। এবছরেও সেরকম কিছু ইচ্ছে আছে। এবছর ইচ্ছে আছে অষ্টমীর দিন লাল রঙের কিছু পড়ার।

এবার আসি অ্যাকসেসারিজ এ.. গয়না নিয়ে কী প্ল্যান রয়েছে?

এবার আসি অ্যাকসেসারিজ এ.. গয়না নিয়ে কী প্ল্যান রয়েছে?

অনিন্দিতা :আমি আসলে জাঙ্ক জুয়েলারি পরতে ভালোবাসি। এছাড়া সাবেকি সোনার গয়না আমার খুব ভালোলাগে পরতে।

মেক আপ পুজোর সাজের একটা বড় দিক.. কী টিপস দেবেন ?

মেক আপ পুজোর সাজের একটা বড় দিক.. কী টিপস দেবেন ?

অনিন্দিতা : আমি নিজে একদমই মেকআপ করি না সেভাবে। তবে কাজল, মাস্কারা আমি ক্যারি করতে পারি, আর ওটা আমি পছন্দ করি। আমি একটা জিনিস মনে করি, যে চোখের মেক আপ যদি ভালো হয় , তাহলে তা মুখোর মেক আপকে আরও ব্রাইট করে। তাই আইব্রোজ নিয়ে আমি আলাদা করে যত্নশীল।
আর এমনিতে স্কিন ভালো রাখতে প্রচুর পরিমাণে জল খাওয়ার পরামর্শ দিতে পারি, আমি নিজে উপকার পেয়েছি । এছাড়াও সঠিক সময়ে ঘুমনো, খাওয়াদাওয়া করাটা খুব প্রয়োজন।

মেক আপের ক্ষেত্রে লিপস্টিক নিয়ে কিছু আলাদা টিপসে দেবেন ?

মেক আপের ক্ষেত্রে লিপস্টিক নিয়ে কিছু আলাদা টিপসে দেবেন ?

অনিন্দিতা :শাড়ির সঙ্গে মোটামুটি ম্যাচিং রঙের লিপস্টিকই বেশি পরে থাকে। আসলে এটা নিজস্ব পছন্দ অপছন্দের ব্যাপার (হাসি)।

আগামী দিনের প্ল্যান নিয়ে কী ভাবনা রয়েছে আপনার ?

আগামী দিনের প্ল্যান নিয়ে কী ভাবনা রয়েছে আপনার ?

অনিন্দিতা : দেখ.. আমি অভিনয় কতটা ভালো করতে পারি , তা জানিনা, তবে 'ভুতু' থেকে 'পটলকুমার গানওয়ালা' সবই জনপ্রিয়তা পেয়েছে। রাজ চক্রবর্তীর সঙ্গে অ্যাসিটেন্ট ডিরেক্টর হিসাবে কেরিয়ার শুরু করবার পর এখনও পর্যন্ত যা পেয়েছি সত্যিই তা ঈশ্বরের আশীর্বাদ। তবে আপাতত আমি ছুটির মেজাজে আছি, কেরিয়ারে একটা নতুন দিক এক্সপ্লোর করার জন্য একটু সময় নিচ্ছি। ...

English summary
Actress Anindita Roy chawdhury talks about her puja plan and fashion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X