For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়াত পদ্মশ্রী টম অল্টার, মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭

অভিনেতা টম অল্টার ৬৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন। ত্বকের ক্যানসারে ভুগছিলেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

প্রখ্যাত সিনেমা ও টেলিভিশন অভিনেতা টম অল্টার ৬৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন। ত্বকের ক্যানসারে ভুগছিলেন তিনি। পদ্মশ্রী সম্মানে ভূষিত টম থিয়েটার জগতেও যথেষ্ট পরিচিত নাম ছিলেন।

প্রয়াত পদ্মশ্রী টম অল্টার, মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭

আমেরিকান হলেও ১৯৫০ সালে টমের জন্ম হয় মুসৌরিতে। তিনি পরিবারের তৃতীয় প্রজন্ম যিনি ভারতে থাকতে শুরু করেছিলেন। টিভি ও থিয়েটারে হাজারো অনুষ্ঠান করার পাশাপাশি অন্তত ৩০০টি সিনেমায় টম অভিনয় করেন।

১৯৯০-এর দশকে জুনুন সোপ অপেরায় গ্যাংস্টার কেশব কলসির চরিত্রে টম অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান। আশির দশকে ক্রীড়া সাংবাদিক হিসাবে জীবন শুরু করা টম পরে নির্দেশনায় যোগ দেন।

আন্তর্জাতিক ক্রিকেট শুরুর আগে শচীন তেন্ডুলকরের প্রথম টিভি ইন্টারভিউ নিয়েছিলেন টম অল্টার। অভিনয়ের পাশাপাশি বই-ও লিখেছিলেন তিনি। ২০০৮ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।

মুসৌরিতে জন্মের পর সেখানে পড়াশোনা করে আমেরিকায় গিয়ে ইয়েলে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন টম অল্টার। এরপরে ১৯৭২ সালে ভারতে ফিরে এসে পুনের এফটিআইআই থেকে অভিনয়ে গোল্ড মেডেল সহ ডিপ্লোমা করেন। এরপরে ১৯৭৬ সালে রামানন্দ সাগরের 'চরস'-এ অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন টম অল্টার।

English summary
Actor Tom Alter passes away at the age of 67
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X