'অত্যন্ত সংকটজনক' সৌমিত্র চট্টোপাধ্যায়! শারীরিক অবস্থার কিছু তথ্য একনজরে
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে খবর। আপাতত তিনি এন্ড্রোট্র্যাকিয়াল ইকিউবেশনে রয়েছেন বলে খবর। একনজরে দেখে নেওয়া যাক তাঁর শারীরিক অবস্থার পরিস্থিতি।

কেমন আছেন বাংলার ম্যাটিনি আইডল?
সূত্রের দাবি, ফুসফুসে নিউমোনিয়ার মতো সংক্রমণে ভুগছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার জন্যই তাঁকে এন্ড্রোট্র্যাকিয়াল ইকিউবেশনে রাখা হয়েছে। এর আগে করোনা সংক্রমণ নিয়ে গত ৬ অক্টোবর বেলভিউ নার্সিংহোমে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়। পরবর্তীকালে তাঁর করোনার সংক্রমণের রিপোর্ট নেগেটিভ আসলেও, বহু শারীররিক কারণে দুর্বল হয়ে পড়েন অভিনেতা।

কিছুটা স্বস্তির খবর...
জানা গিয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিস্থিতি সংকটজনক হলেও, রবিবারের মতোই তাঁর শারীরিক অবস্থা। ফলে সেভাবে দেখতে গেলে শরীরের উন্নতি না হলেও, অবনতিও হয়নি। আর এটিই তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের কাছে স্বস্তির খবর। প্রসঙ্গত রবিবারও অত্যন্ত সংকটজনকই ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

প্লেটলেটের সংখ্যা
জানা গিয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে কমছে প্লেটলেটের সংখ্যা। আইসিইউতে টানা ১৭ দিন ভর্তি থাকলেও এবিষয়ে উন্নতি দেখা যাচ্ছে না প্রবীণ অভিনেতার শরীরে।

রয়েছে আরও একটি সমস্যা?
সৌমিত্র চট্টোপাধ্যায়ের মিউজিক ও ফিজিওথেরাপি এতদিন ধরে চলেছে। তবে তাতেও সেভাবে সাড়া মেলেনি উন্নতির। এদিকে, স্নায়বিক কিছু সমস্যা রয়ে যাচ্ছে অভিনেতার । যা চিন্তায় রেখেছে তাঁর পরিবারকে।