For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে সাইনার কাছে ক্ষমা চাইলেন সিদ্ধার্থ

তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে সাইনার কাছে ক্ষমা চাইলেন সিদ্ধার্থ

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরক্ষা প্রসঙ্গে সাইনা নেহওয়ালের পোস্টে বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন দক্ষিণী সিনেমার অভিনেতা সিদ্ধার্থ। তাঁর মন্তব্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে। এবার সেই '‌বদ রসিকতা’‌ করার জন্য অলিম্পিকে পদকজয়ী ভারতীয় শাটলারের কাছে ক্ষমা চাইলেন তিনি।

তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে সাইনার কাছে ক্ষমা চাইলেন সিদ্ধার্থ

সিদ্ধার্থ টুইটারে ক্ষমা চেয়ে সাইনাকে লিখেছেন, '‌প্রিয় সাইনা, কয়েক দিন আগে আপনার একটি টুইটের উত্তরে আমি যে বদ রসিকতা করেছিলাম সেজন্য ক্ষমা চাইছি। হয়তো আপনার বহু মতের সঙ্গেই আমি একমত নই। কিন্তু আপনার টুইট পড়ার পরে রাগে কিংবা অসন্তোষের কারণে ওই শব্দপ্রয়োগ ও আচরণ করেছি সেটা সাফাই হিসেবে দেওয়া চলে না।’ সিদ্ধার্থেj মতে যে রসিকতা পরে ব্যাখা করতে হয় তা মোটেও ভাল রসিকতা হিসাবে বিবেচিত হয় না। তবে সিদ্ধার্থ জানিয়েছেন যে তিনি ওই মন্তব্য কোনও অসৎ উদ্দেশ্যে করেননি ও কোনও লিঙ্গ বৈষম্যের খোঁচাও তিনি দিতে চাননি। এরপর টুইটে তিনি লেখেন, '‌‌আমি আশা করছি, এটাকে আমরা পিছনে ফেলে এগিয়ে যাব। আপনি সব সময়ই আমার চ্যাম্পিয়ন থাকবেন।’‌

প্রসঙ্গত, পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় ঘাটতির অভিযোগ উঠতেই বিষয়টি নিয়ে মুখ খোলেন ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল। কোনও দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ঘাটতি পড়লে, সে দেশের মানুষও নিরাপদ বলে মনে করেন না নিজেদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ি আটকে যাঁরা বিক্ষোভ দেখান, তাঁদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ব্যাডমিন্টন খেলোয়াড়। সাইনা নেহওয়ালের ওই টুইট প্রকাশ্যে আসতেই তার বিরুদ্ধে মুখ খোলেন '‌রং দে বসন্তী’‌ সিনেমার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ। সাইনার মন্তব্যের বিরোধিতা করে তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠেন সিদ্ধার্থ। তিনি রিটুইট করে লেখেন, '‌বিশ্বের সাটল-কক চ্যাম্পিয়ন। ঈশ্বরকে ধন্যবাদ যে ভারতকে রক্ষা করার মানুষ রয়েছে।’‌ এরপরই যোগ করেন, '‌রিহানা, তোমার লজ্জা করা উচিত।’‌

সিদ্ধার্থের মহিলাদের প্রতি নেতিবাচক‌ মন্তব্য সামনে আসার পরই গোটা দেশ গর্জে ওঠে। অভিনেতা তাঁর মন্তব্যের জন্য তীব্রভাবে নিন্দিত হন। এফআইআর দায়ের করার হুমকি থেকে শুরু করে মহিলা কমিশনের নোটিস পর্যন্ত তাঁর কাছে গিয়েছে। এমন মন্তব্যকে 'নীচ মানসিকতার প্রকাশ’ বলে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। সিদ্ধার্থকে ক্ষমা চাইতে বলেন সাইনার বাবাও। অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হন সিদ্ধার্থ। যদিও আগেই অভিনেতা জানিয়েছিলেন যে তিনি কাউকে অশ্রদ্ধা করে কিছু মন্তব্য করেননি। তবে সাইনা ও সিদ্ধার্থের আগের টুইটগুলি সরিয়ে দেওয়া হয়েছে।

সিদ্ধার্থের বিতর্কিত মন্তব্য সামনে আসার পর ব্যাটমিন্টন খেলোয়াড় তথা বিজেপির সদস্য সাইনা লেখেন, '‌আমি সিদ্ধার্থকে অভিনেতা হিসাবে পছন্দ করতাম, কিন্তু এটা ঠিক করেননি। তিনি নিজের মনের ভাব অন্য শব্দ দিয়েও প্রকাশ করতে পারতেন। কিন্তু এটা টুইটার। এই জাতীয় শব্দ এবং মন্তব্য করেই খবরে থাকা যায়।’‌

English summary
actor siddharth finally apologized to saina nehwal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X