For Quick Alerts
For Daily Alerts
অসুস্থ অভিনেতা সন্তু মুখোপাধ্যায়, ভর্তি হাসপাতালে
শ্বাসকষ্ট জনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন টালিগঞ্জের বর্ষিয়ান অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সঙ্গে রয়েছেন দুই মেয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবং অজপা মুখোপাধ্যায়। মেয়েরাই তাঁকে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত স্থিতিশীল রয়েছেন সন্তু মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই সুগারের সমস্যা ছিল তাঁর। এর মাঝে বেশ কিছু সিলিয়ালে অভিনয়ও করেছেন তিনি। তবে গত কয়েক মাস কোনও কাজ করছিলেন না সন্তু মুখোপাধ্যায়। শরীর অসুস্থ হয়ে পড়েছিল তাঁর। শীত বাড়ার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট শুরু হয়। তার পরেই পরিবারের লোকেরা তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।