For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোগভোগের পর প্রয়াত সদাশিব অমরাপুরকর

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

সদাশিব
মুম্বই, ৩ নভেম্বর: চলে গেলেন 'খলনায়ক' সদাশিব অমরাপুরকর। সোমবার সকালে মুম্বইয়ের একটি হাসপাতালে তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল ৬৪ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছে বলিউড।

সাধারণভাবে খলনায়কের ভূমিকায় তিনি অভিনয় করেছেন বিভিন্ন সিনেমায়। 'সড়ক', 'আঁখেঁ', 'ইশ্ক', 'কুলি নম্বর ১' ইত্যাদি সিনেমায় তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল সমালোচকদের। তিনি দু'বার ফিল্মফেয়ার পুরস্কার পান। একবার ১৯৮৪ সালে 'অর্ধ সত্য' সিমেনার জন্য। আর একবার ১৯৯১ সালে 'সড়ক' ছায়াছবিতে অভিনয় করে। অমরীশ পুরীকে বাদ দিলে তিনিই সম্ভবত বলিউডের সবচেয়ে চর্চিত ভিলেন ছিলেন। তবে খলনায়ক ছাড়াও কিছু ছবিতে কমেডিয়ানের ভূমিকায় অভিনয় করেছেন সদাশিব অমরাপুরকর।

দু'সপ্তাহ আগে ফুসফুসের সংক্রমণ নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি চলে গেলেন শেষ পর্যন্ত।

১৯৫০ সালের ১১ মে মারাঠি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন সদাশিব অমরাপুরকর। তাঁর বাবাও থিয়েটারে অভিনয় করে নাম করেছিলেন। রুপোলি পর্দায় খলনায়কের অভিনয় করলেও ব্যক্তিগত জীবনে খুবই রোমান্টিক ছিলেন এই অভিনেতা। স্কুলে পড়ার সময় থেকে ভালোবাসতেন সুনন্দাকে। তাঁকেই পরবর্তী সময়ে বিবাহ করেন। পরিবারের সদস্যদের কাছে সদাশিব পরিচিত ছিলেন 'তাতিয়া' নামে।

সদাশিব অমরাপুরকরকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান বলিউডের তারকারা।

English summary
Actor Sadashiv Amrapurkar passes away after prolonged illness
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X