বিয়ের ১১ বছর পর ৫৩-তে বাবা হলেন অভিনেতা রাজেশ খট্টর! কাটিয়ে উঠলেন বহু বাধা
টেলিভিশনের দুনিয়ায় রাজেশ খট্টরকে কে না চেনেন! এমন অভিনেতার রয়েছে আরও একটি পরিচয়। রাজেশ সম্পর্কে বলিউডের 'লেটেস্ট সেনসেশন' ইশান খট্টরের বাবা। আর এই তারকা অভিনেতাকে ঘিরেই উঠে এলো নতুন খবর।

ইশানের মা নীলিমাকে ডিভোর্সের পর রাজেশের সঙ্গে বিয়ে হয় বন্দনা সজনানির। আর সেই বিয়ের ঠিক ১১ বছর পর এদিন বাবা হলেন রাজেশ খট্টর। ৫৩ বছরের রাজেশের পরিবার ঐলো করে জন্ম নিয়েছে এক পুত্র সন্তান। তবে রাজেশ-বন্দনার পুত্র আপাতত বেশ কয়েক সপ্তাহ থাকবে হাসপাতালে। তারপর সে বাড়ি আসতে পারবে। প্রসঙ্গত, পর পর ৩ টি আইভিএফ-এর পরও জটিলতা কাটিয়ে রাজেশ পিতৃত্বের দিকে এগিয়ে যেতে পারছিলেন না। তার আগে বন্দনার তিনবার গর্ভপাত হয়। সারোগেসিতে সমস্যা হয়ে যায় রাজেশ-বন্দনার ক্ষেত্রে। সমস্ত জটিলতা ও বাধা কাটিয়ে শেষমেশ এক লম্বা যুদ্ধ জিতে নিয়েছেন রাজেশ বন্দনা।
View this post on InstagramA post shared by shahid kapoor karnataka fan (@shanatic_noori) on
রাজেশ বন্দনার এই নতুন খুশির খবরে উচ্ছ্বসিত টেলিজগতও। বিভিন্ন টেলিভিশন তারকারা এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। অত্যন্ত উচ্ছ্বসিত তারকা দম্পতি ও। রাজেশ জানিয়েছেন , ৫০ পার করে পিতৃত্ব যেন তাঁর কাছে ছিল একটি চ্যালেঞ্জ। যা তিনি জিতে নিয়েছেন।