For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম ছবি 'সাত হিন্দুস্তানি’তে অভিনয় করে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন মেগাস্টার অমিতাভ?

প্রথম ছবি 'সাত হিন্দুস্তানি’তে অভিনয় করে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন মেগাস্টার অমিতাভ?

  • |
Google Oneindia Bengali News

এক সময় বলিউডের সুপারহিট অভিনেতার মধ্যে একজন। যদিও এখনোও তাঁর দাপট কিন্তু অব্যাহত। বিগবির সুদক্ষ অভিনয়ের জন্য আজ তিনি সকল অনুগামীদের মনের মাঝে নিজের জায়গা করে নিয়েছেন। ছোট বয়স থেকেই তাঁর অভিনয়ের প্রতি এক অগাধ ভালবাসা। আর তাঁর জোরেই আজ তিনি সফল অভিনেতা। তবে অভিনেতাকে তার জীবনে প্রথম দিনগুলিতে অনেক সংগ্রাম করতে হয়েছিল। আজ অভিনেতার ৮০ তম জন্মদিন।

কোন সিনেমায় আনোয়ার আলির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা?

কোন সিনেমায় আনোয়ার আলির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা?

অমিতাভ বচ্চনের আরেক নাম রাঁচির কবি আনোয়ার আলি। কেন তাঁর এমন নাম তা হয়তো অনেকেই জানেন না। কারণ পাঁচ দশক আগে অভিনেতা এই নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন,তাঁর পর থেকেই অনেক অনুগামী তাঁকে এমন নামে ডাকেন। ১৯৬৯ সালে বলিউড সিনেমা 'সাত হিন্দুস্তানি' সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেতা। সেখানে তিনি এক কবির ভূমিকায় অভিনয় করেছিলেন। যদিও এই নামের কোনোও কবি কোনদিনই রাঁচিতে থাকেননি, চরিত্রটি কাল্পনিক।

 কী নিয়ে ছিল সিনেমার গল্প

কী নিয়ে ছিল সিনেমার গল্প

একসময় পর্তুগিজরা তাদের আধিপত্য বিস্তার করে গোয়া দখল করে নিয়েছিলেন। সেখান থেকে কীভাবে গোয়াকে মুক্ত করা হয়েছিল, দেশের বিভিন্ন জায়গা থেকে সাত জন লোক গোয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেই সময় তাদের মধ্যে একজন ছিলেন আনোয়ার আলি। সেই নিয়েই সাত হিন্দুস্তানি'র গল্প। এই সিনেমায় অভিনেতার এক বিখ্যাত ডায়লগ ছিল, যা আজও সকলের মনে গেঁথে রয়েছে। ম্যায় হুঁ আনোয়ার আলি। বিহার কে রাঁচি কা রেহনে ওয়ালা হুঁ অউর শায়রি করতা হুঁ ।"এই ডায়লগের জন্য আজও তিনি জনপ্রিয়।

সেরা নবাগত পুরস্কার পেয়েছিলেন তিনি

সেরা নবাগত পুরস্কার পেয়েছিলেন তিনি

এই সিনেমাটি খুব মনোযোগ সহকারে ও ভালোবেসে করেছিলেন অমিতাভ বচ্চন। এই ছবিতে অভিনয় করার জন্য 'সেরা নবাগত' পুরস্কারে সম্মানিত করা হয়েছিল শাহেনশাকে। সেই সময় সিনেমাটি পরিচালনা করেছিলেন আহমেদ আব্বাস। এই ছবিতে অভিনয়ের জন্য পরিচালক অমিতাভকে মাত্র ৫ হাজার টাকা দিয়েছিলেন। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, এই ছবিতে অভিনয় করার জন্য আমার পারিশ্রমিক খুব কম ছিল। আনোয়ার আলির চরিত্রে যদি অভিনয় না করতাম তাহলে আজ আমি কোথায় থাকতাম তা আমি নিজেও জানি না।

কোথায় মুক্তি পেয়েছিল সিনেমাটি

কোথায় মুক্তি পেয়েছিল সিনেমাটি

সাত হিন্দুস্তানি সিনেমাটি দিল্লির শীলা সিনেমা হলে প্রথম মুক্তি পেয়েছিল। অভিনেতা প্রথমবার তাঁর বাবা মায়ের সঙ্গে সিনেমাটি দেখতে গিয়েছিলেন। সেখানে ছবির পরিচালক আব্বাস মীনা কুমারীকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছিলেন। মীনা কুমারী অভিনেতার অভিনয় দেখে খুব মুগদ্ধ হয়েছিলেন, যা দেখে বিগবি খুব লজ্জায় পরে গিয়েছিলেন।

ছবি সৌ:ইউটিউবি

জ্যোতিষশাস্ত্রের ওপর অগাধ বিশ্বাস অমিতাভ বচ্চনের, হাতে নীলা পরতেও দেখা যায় বিগ বিকে জ্যোতিষশাস্ত্রের ওপর অগাধ বিশ্বাস অমিতাভ বচ্চনের, হাতে নীলা পরতেও দেখা যায় বিগ বিকে

English summary
actor amitabh bachchan earned only 5 thousand rupees for acting in the bollywood movie saat hindustani
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X