For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যোমকেশ বা ফেলুদা নয়, অন্য এক গোয়েন্দার ভূমিকায় এবার আবির! দেখুন তাঁর নয়া লুক

না চোখ চশমা পরা ব্যোমকেশ নয়, বা এক্কেবারে পাট পাট করে চুল আঁচড়ানো ফেলুদা নয়, আবির চট্টোপাধ্যায় আসছেন নতুন রূপে প্রোফেসর সুবর্ণ সেনের ভূমিকাতে।

  • |
Google Oneindia Bengali News

তাঁর বুদ্ধিদীপ্ত চাউনি, চেহারার দাপট, সংলাপ বলার কায়দাতেই টলিউডে একের পর এক ছবিতে গোয়েন্দা হিসাবে বাজিমাত করে দিয়েছেন আবির চট্টোপাধ্যায়। ব্যোমকেশ বা ফেলুদার ভূমিকাতে এতদিন বাঙালির মনের ঘরে জায়গা করে নিয়েছেন আবির। ফলে ব্যোমকেশ আবির বা ফেলুদা আবির এখন বাঙালির চেনা মুখ। সেই চেনা আবির চট্টোপাধ্যয়াই এবার ধরা দিতে তলেছেন অন্য রূপে।

ব্যোমকেশ বা ফেলুদা নয়, অন্য এক গোয়েন্দার ভূমিকায় এবার আবির! দেখুন তাঁর নয়া লুক

না চোখ চশমা পরা ব্যোমকেশ নয়, বা এক্কেবারে পাট পাট করে চুল আঁচড়ানো ফেলুদা নয়, আবির চট্টোপাধ্যায় আসছেন নতুন রূপে প্রোফেসর সুবর্ণ সেনের ভূমিকাতে। ফিল্ম 'গুপ্তধনের সন্ধানে' ছবিতে এই নতুন ভূমিকাতেই দেখা যাবে আবিরকে। ছবিতে আবিরের চরিত্রটি পেশাগতভাবে ইতিহাসের অধ্যাপক সুবর্ণ সেন। অধ্যাপক হলেও , আসলে সুবর্ণ সেনের খোঁজ চলছে গুপ্তধন ঘিরে কিছু রহস্যকে নিয়ে।

ছবির ফার্স্ট লুক ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা শ্রীভেঙ্কটেশ ফিল্মস। ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধঅযায়। কোনও সাহিত্য থেকে অনুপ্রাণিত নয়। এই রহস্য রোমাঞ্চের কাহিনি এক্কবারে নতুন আদলে লেখা। আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবিকে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী ও ইশা। আগামী ২৭ এপ্রিল মুক্তি পাচ্ছে এই ছবি।

English summary
Actor Abir Chaterjee gets in new detective character in Gupto Dhoner Khonje.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X