For Quick Alerts
For Daily Alerts
প্রয়াত অভিনেত্রী সবিতা চট্টোপাধ্যায়
প্রয়াত অভিনেত্রী সবিতা চট্টোপাধ্যায়। বহুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। সবিতা চট্টোপাধ্য়ায় অভিনীত বাংলা ছবিগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল মহিলামহল, সাঁঝের প্রদীপ, পুত্রবধূ, পুনর্মিলন, খেলা ভাঙার খেলা ও তমসা।

তাঁর অভিনীত হিন্দি ছবিগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দীপ জ্বলতা রহে (১৯৫৯), বাত এক রাত কি (১৯৬২), আয়ে দিন বাহার কে (১৯৬৬),
দেবর (১৯৬৬), লবকুশ (১৯৬৬), হরে কাঁচ কি চুড়িয়া (১৯৬৭)।