For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসকে ঘিরে ' দ্যাঅ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার' কোন বিতর্ক উস্কে দিচ্ছে! দেখুন ভিডিও

লোকসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। তার আগে পদ্ম থেকে হাত বিভিন্ন শিবিরে শেষ মুহূর্তের রাজনৈতিক সমীকরণ জোরদার।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। তার আগে পদ্ম থেকে হাত বিভিন্ন শিবিরে শেষ মুহূর্তের রাজনৈতিক সমীকরণ জোরদার। এরকম এক পরিস্থিতিতে এদিন মুক্তি পেয়েছে 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার'এর ট্রেলার। ট্রেলার ভিডিও মুক্তি পেতেই উঠে আসছে একাধিক বিতর্কিত বিষয়।

ট্রেলার

সঞ্জয় বরুয়ার লেখা 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার' ফিল্মের ট্রেলার এদিন মুক্তি পেয়েছে। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ভূমিকায় অসামান্য দক্ষতা দেখিয়েছেন ্নুপম খের।

কে কোন ভূমিকায় রয়েছেন?

কে কোন ভূমিকায় রয়েছেন?

প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ভূমিকায় ট্রেলারে মাত করেছেন অনুপম খের। রাহুল গান্ধীর ভূমিকায় রয়েছেন অর্জুন মাথুর, প্রিয়ঙ্কা গান্ধীর ভূমিকায় রয়েছেন অহনা কুমারা, সোনিয়ার ভূমিকায় রয়েছেন সুজানা, আর অক্ষয় খান্নাকে দেখা যাচ্ছে লেখর সঞ্জয় বরুয়ার ভূমিকায়।

ছবি ঘিরে বিতর্ক

ছবি ঘিরে বিতর্ক

সঞ্জয় বরুয়ার লেখা 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার' বইটিতে কংগ্রেসের অন্দরের একাধিক ফাঁক ফোঁকড় তুলে ধরা হয়েছে। কীভাবে নিজের পছন্দসই মন্ত্রিসভা গড়তে চেয়েছিলেন মনমোহন সিং, আর শোনা যায় তাতেই জল ঢালেন সোনিয়া গান্ধী। মনমোহনের অপছন্দ থাকা সত্ত্বেও সেই সময় প্রণব মুখোপাধ্যায়কে অর্থমন্ত্রকের দায়িত্ব দেন সোনিয়া। এই সমস্ত বিতর্কিত দিকও থাকতে চলেছে ফিল্মে, এমনই দাবি সূত্রের।

একাধিক বিতর্কিত প্রসঙ্গ

একাধিক বিতর্কিত প্রসঙ্গ

কংগ্রেস সরকারের পতনের যাবতীয় দায় মনমোহন সিং এর ঘারে চাপানো হয় বলে বিতর্কিত বিষয় বইটিতে তুলে ধরা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী হিসাবে সোনিয়ার নিয়ন্ত্রনাধীন রেখেছিলেন বলেও বিতর্ক দানা বাঁধে বইটি ঘিরে। সেই সমস্ত ঘটনার কিছু অংশ ট্রেলারেই ধরা দিয়েছে।

English summary
Accidental primeminister trailer out, know the controversy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X