For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বেছে ছবি করা' আবীর, ২০১৭ -য় সেলুলয়েডে আরও পরিণত

২০১৭ গুডবাই বলার দিকে গুটি গুটি পা বাড়াচ্ছে। কিন্তু এই বছরটা তো বাঙালিকে ভরিয়ে দিয়েছে। বিভিন্ন বাঙালি নিজের নিজের ক্ষেত্রে সাফল্যের নতুন মাইলফলক পার করেছেন।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

২০১৭ সালে টলিউডে বহু ছবি তৈরি হয়েছে। কিছু ছবি যেমন পরিচিত ছকে খেলা করেছে, তেমনি কিছু ছবি ছিল প্রচলিত ফর্মুলার বাইরে। বাঙালির পছন্দের নায়ক আবীর এমনই হটকে ছবিতেই এ বছর অভিনয় করলেন।

'বেছে ছবি করা' আবীর, ২০১৭ -য় সেলুলয়েডে আরও পরিণত

আবীরের অভিনীত ছায়া ও ছবি, বিসর্জন , মেঘনাদ বধ রহস্য প্রতিটা ছবিই একে অপরের থেকে একদম আলাদা। একই সঙ্গে সেলুলয়েডে ফুটিয়ে তোলা আবীরের চরিত্র গুলিও তাঁর কাছে একেবারে আলাদা। ছায়া ও ছবি-র অরিন্দম থেকে বিসর্জনের নাসির হয়ে মেঘনাদ বধ কাব্যের কুণাল সেন প্রতিটিকেই আলাদা করে ফুটিয়ে তুলেছেন নিজের অভিনয় প্রতিভার গুণে। কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে অনীক দত্ত ভিন্ন ধর্মী ছবির সফল পরিচালকারাও আস্থা রাখছেন আবীরের অভিনয় দক্ষতার ওপর। নিজের ছবি পছন্দের ক্ষেত্রে ভীষণভাবেই ক্লিনিক্যাল আবীর। কখনোই তিনি গতে বাঁধা পথে হাঁটতে বিশেষ বিশ্বাস করেন না। ২০১৭ সালে তাঁর করা এই ছবি গুলি -র যেমন দর্শক প্রশংসা পেয়েছে , ঠিক তেমনি সমালোচকদের চুলচেরা বিশ্লেষণে -র তলায় সসম্মানে উত্তীর্ণ হয়েছে। সোজকথায় অভিনেতা হিসেবে আরও অনেকটা পরিণত হয়েছেন আবীর চট্টোপাধ্যায়।

নিজের এই ধারা বজায় রাখতেই আগ্রহী তিনি। সামনের বছরের বেশ কিছু বড় প্রজেক্ট রয়েছে তাঁর হাতে। আসলে পরিচালকরাও হিরেকে চিনে নিয়েছেন। যে পথে তিনি চলতে শুরু করেছেন তাতে সাফল্য সহজ নয় জানেন, আর সেই চ্যালেঞ্জটা নিয়েই মানুষের মনে পৌঁছে যেতে চান।

English summary
Abir Chatterjee is maturing himself as an actor and thus he is the news maker of 2017
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X