আমির খানের ড্রিম প্রজেক্ট ‘মহাভারত’ ছবির জন্য চিত্রনাট্য লিখবেন বাহুবলী খ্যাত ‘বিজয়েন্দ্র প্রসাদ’
দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে বলিউডে নির্মিত হবে 'মহাভারত’। যা তৈরি করবেন স্বয়ং আমির খান। ইতিপূর্বেই নানান পরিকল্পনার কথাও শোনা গিয়েছে। এমনকি মূল ভূমিকায় কারা অভিনয় করবে সে বিষয়েও আগেই ঘোষণা এসেছে। তবে এবার জানা গেল চমকপ্রদ এক খবর।

জানা গিয়েছে, বিশাল বাজেটের আসন্ন এই 'মহাভারত’ সিনেমায় যোগদান করবেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। যিনি কিনা 'বাহুবলী’ ও 'বজরঙ্গী ভাইজান’ এর মত জনপ্রিয় সিনেমার চিত্রনাট্য লিখেছেন। আমির খানের আসন্ন সিনেমা 'মহাভারত’–এ যোগদানের বিষয়টি বিজয়েন্দ্র প্রসাদ নিজে নিশ্চিত করে জানিয়েছেন যে, বর্তমানে 'মহাভারত’ নিয়ে আমির খানের সঙ্গে তাঁর প্রাথমিক কথাবার্তা চলছে। তবে চূড়ান্তভাবে কোন কিছুই এখনো ঠিক হয়নি। আশা করছি শীঘ্রই সব চূড়ান্ত হয়ে যাবে।
এদিকে বর্তমানে করোনা পরিস্থিতির কারনে এখনো পুরোপুরিভাবে শুরু হয়নি সিনেমার শুটিং কিংবা সিনেমার সঙ্গে সংশ্লিস্ট অন্যান্য কার্যক্রম। ফলে আসন্ন এই ছবিটির মুক্তির তারিখ এবং শুটিংয়ের সময় সম্পর্কে এখনো নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।এই ছবিতে নেগেটিভ চরিত্রে দেখা যাবে অজয় দেবগণ ও আলিয়া ভাটকে। তবে ধারণা করা হচ্ছে ছবিটি মুক্তি পেতে পারে আগামী বছরের জানুয়ারিতে, তেলেগু, তামিল, মালায়ালাম ও হিন্দিতে বিশ্বজুড়ে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দিল্লির শ্রম মন্ত্রকের দফতরে করোনা হানা, আক্রান্ত ২৪ আধিকারিক