For Quick Alerts
For Daily Alerts
(ছবি) জন্মদিন স্পেশাল : সেলুলয়েডে আমিরের 'সেরা লুক' একনজরে
আমির খান মানেই বলিউডে ভিন্নতার হাতছানি। গত প্রায় দুই দশকের বেশি সময় ধরে তিন খান সহ অনেকে বলিউড শাসন করে চলেছেন। তবে তার মধ্যে আমির যেভাবে সব অভিনেতাকে ছাপিয়ে নিজের লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন তা এককথায় অনবদ্য। আর প্রায় সবকটি লুকই একে অপরের থেকে আলাদা।[(ছবি) বার্থ ডে স্পেশাল : আমিরের এই সিনেমাগুলিতে রয়েছে গভীর সামাজিক বার্তা]
এদিন আমিরের ৫২তম জন্মদিন। সেই উপলক্ষ্যে দেখে নেওয়া যাক বলিউড সিনেমার মিস্টার পারফেকশনিস্টের কয়েকটি সেরা 'সেলুলয়েড লুক' একনজরে।
{photo-feature}