নগ্ন হওয়ার রহস্যভেদ করলেন 'পিকে' আমির!

আমির খানের কথায়, "আমাকে যদি ২-৩ বছর আগে ছবির জন্য নগ্ন হতে বলা হত, তাহলে হয়তো ছবিটাই ছেড়ে দিতাম। আমি ওটা করতে পারতাম না। খুব স্বভাবতই আমরা কেউই জামা-কাপড় ছাড়া নিজেদের দেখাতে পছন্দ করি না। কিন্তু আমি যখন পিকে ছবির চিত্রনাট্যটা শুনলাম , আমার কাছে এটা (বড়পর্দায় নগ্ন হওয়া) খুব স্বাভাবিক বলেই মনে হল। আমার একবারও মনেই হল না যে এটা খারাপ দেখাবে বা আমি বিব্রত বোধ করব। সবথেকে বড় তথা, আমরা সবাই জামা-কাপড় ছাড়াই জন্মেছি, আর এটা প্রাকৃতিক। এতে কোনও অশ্লীলতা নেই। মুলত শক্তিশালী চিত্রনাট্য পেয়েছিলাম বলেই নগ্ন হয়ে ক্যামেরার সামনে এসেছি।"
বড়দিনের মরশুমেই মুক্তি পেতে চলেছে রাজ কুমার হিরানি পরিচালিত পিকে ছবিটি। এই ছবির প্রযোজনা করেছেন বিধু বিনোধ চোপড়া। এই ছবিতে আমিরের পাশাপাশি অভিনয় করেছেন অনুষ্কা শর্মা, সুশান্ত সিং রাজপুত, সঞ্জয় দত্ত, সৌরভ শুক্লা প্রমুখ। এই ছবিতে আমির ভোজপুরি ভাষায় কথা বলবেন, যা দর্শকদের কাছে একটা নতুন চমক তো বটেই।