প্রেম দিবসে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে করিনা কাপুরের ফার্স্ট লুক ফাঁস করলেন আমির খান
আমির খান ও করিনা কাপুর রূপোলি পর্দায় আবার একসঙ্গে আসার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। তাঁদের 'লাল সিং চাড্ডা’ নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহল বিশাল। এ ছবির মুক্তি নিয়ে অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ বছরের ভ্যালেন্টাইন’স ডে–তে আমির খান ফাঁস করলেন করিনা কাপুরের ফার্স্ট লুক।

আমির খানকে জড়িয়ে ধরে রয়েছেন বেবো, যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। করিনাকে দেখা গিয়েছে ঐতিহ্যগত হলুদ পোশাকে, সঙ্গে লাল রঙের টিপ কপালে। এর আগেই আমরা আমির খানের লাল সিং চাড্ডা ছবিতে পাগড়ি বাধা ফার্স্ট লুক দেখেছি। করিনার ছবিটি পোস্ট করে আমির লিখেছেন, 'পাওয়ার জন্য অস্থিরতা আর হারিয়ে দেওয়ার ভয়, শুধু এইটুকুই, জীবনের সফর। হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে করিনা। আমি চাই প্রত্যেক ছবিতে তোমার সঙ্গে রোম্যান্স করতে। এটা স্বাভাবিকভাবেই আমার মধ্যে চলে আসে। লাভ এ।’
पा लेने की बेचैनी, और खो देने का डर...
— Aamir Khan (@aamir_khan) February 14, 2020
बस इतना सा है, ज़िंदगी का सफर।#HappyValentinesDay Kareena. I wish I could romance you in every film... comes naturally to me ;-)
Love.
a. pic.twitter.com/dafeyspkac
হলিউড ছবি 'ফরেস্ট গ্রাম্প’ থেকে অনুপ্রাণিত 'লাল সিং চাড্ডা’। ২০২০ সালের বড়দিনে এই ছবিটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে। 'সিক্রেট সুপারস্টার’–এর পরিচালক অদ্ভেত চন্দনের ছবি 'লাল সিং চাড্ডা’। 'থ্রি ইডিয়ট’–এর পর বহু বছর বাদে আবাগ করিনা–আমিরকে একসঙ্গে দেখা যাবে।